Gujarat blast: গুজরাটের (Gujarat) বনসকাঁথা জেলার বাজি কারখানায় (firecraker godown)ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।
Gujarat blast: গুজরাটের (Gujarat) বনসকাঁথা জেলার বাজি কারখানায় (firecracker godown)ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, এদিন সকালে দিসা এলাকায় বাজির গুদামে বিস্ফোরণের ফলে গোটা গোডাউনটিও ভেঙে পড়ে। এই ঘটনায় কয়েকজন শ্রমিক ভিরতে আটকে পড়ে। যাদের কয়েক জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বনসকাঁথার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়েছে। গোডাউনের একটি স্ল্যাব ধসে পড়ায় ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩০৪ ধারায় (অবহেলার কারণে মৃত্যু) অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।
বনসকাঁথা পুলিশ ঘটনা জন্য দায়ীদের চিহ্নিত করছে। গ্রেফতার করার জন্য ইতিমধ্যেই ৫টি দল গঠন করেছে। বাজি গুদাম বিস্ফোরণের ঘটনায় স্ল্যাব ধসে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং চারজন আহত হয়েছিল। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে, সকল শ্রমিক মধ্যপ্রদেশের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আতশবাজির গুদাম ছিল। সেখানেই প্রচুর বিস্ফোরক মজুত ছিল। তাতেই কোনও কারণে বিস্ফোরণ হয়। কী কারণে এই বিস্ফোরক তা খতিয়ে দেখা হয়েছে। এই ঘটনায় চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুজরাটের মুখ্যমব্ত্রী দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্যের পক্ষ থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।