Watch Video: শহর থেকে গ্রাম ঘুরে বেড়াচ্ছে বিকাশ ভারত সংকল্প যাত্রা, দেখুন ভিডিওতে

Published : Dec 07, 2023, 11:57 PM IST
Vikas Bharat Sankalp Yatra

সংক্ষিপ্ত

বিকাশ ভারত সংকল্প যাত্রার একটি ভিডিও শেয়ার করেছে। এতে যাত্রাকে প্রত্যন্ত গ্রাম ঘুরে দেখা যায় এবং আধিকারিকদের জনগণকে সরকারি প্রকল্পের তথ্য দিতে দেখা যায়। দেখুন সেই ভিডিওটি।

১৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোগী শুরু করেছিলেন বিকাশ ভারত সংকল্প যাত্রা। পাহাড় থেকে সমতল দেশের প্রতিটি গ্রামে পৌঁছে যাচ্ছে বিকাশ ভারত সংকল্প যাত্রা। এই যাত্রাকে স্বাগত জানাচ্ছেন স্থানীয়া। অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছে। স্থানীয়রা যথেষ্ট উত্তেজিত এই বিষয় নিয়ে।

ইউটিউব চ্যানেল নিউ ইন্ডিয়া জংশন বিকাশ ভারত সংকল্প যাত্রার একটি ভিডিও শেয়ার করেছে। এতে যাত্রাকে প্রত্যন্ত গ্রাম ঘুরে দেখা যায় এবং আধিকারিকদের জনগণকে সরকারি প্রকল্পের তথ্য দিতে দেখা যায়। দেখুন সেই ভিডিওটি।

বিকাশ ভারত সংকল্প যাত্রা-

বিকাশ ভারত সংকল্প যাত্রা একটি দেশব্যাপী সচেতনামূলক প্রচার। ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছেন। ঝাড়খণ্ডের খুন্তি জেলাথেকে এই ভ্রমণ শুরু হয়। এই প্রচারাভিযান চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত। গ্রামীণ এলাকায় সমস্ত গ্রাম পঞ্চায়েত ও শহরাঞ্চলেরর ৩৭০০টিরও বেশি শহর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে প্রচার করবে।

এই যাত্রার লক্ষ্য হল দেশের প্রতিটি মানুষদের কাছে পৌঁছে যাওয়া, তাদের সামনে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি তুলে ধরা। যারা এখনও কেন্দ্রীয় সরকারের সুবিধে থেকে বঞ্চিত তাদের সামনে এই প্রকল্পের সুবিধে আর কী করে সুবিধেগুলি পাওয়া যায় তা তুলে ধরা। যাত্রা চলাকালীন সরকারি স্কিমগুলি সম্পর্কে মানুষকে জানান , তাদের সচেতন করা, এই প্রচারাভিযান ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক , বিভাগ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!