Viral Video: স্বাস্থ্যকেন্দ্রে দুই মহিলা কর্মীর চুলোচুলি-হাতাহাতি, বেআব্রু স্বাস্থ্য পরিকাঠামো

Published : Jan 24, 2022, 07:05 PM IST
Viral Video: স্বাস্থ্যকেন্দ্রে দুই মহিলা কর্মীর চুলোচুলি-হাতাহাতি,  বেআব্রু স্বাস্থ্য পরিকাঠামো

সংক্ষিপ্ত

দুই মহিলাকে থামাতে গিয়ে রীতিমত নাজেহাল হয়েছেন এক পুরুষ। সেই ব্যক্তি মাঝখানে থাকা অবস্থাতেও মহিলারা একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। শেষপর্যন্ত একি এপরকে মারধরও করে। চটি দিয়ে একে অপরকে আঘাত করে। দেখে নিন সেই ভিডিওটি। 

বিহারের (Bihar) দুই স্বাস্থ্য কর্মীর (Health Worker) হাতাহাতি রীতিমত ভাইরাল (Viral Video) হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা নিয়ে নেটিজেনরা নিন্দায় সরব হয়েছেন। তবে স্বাস্থ্য কেন্দ্রের ভিডিওটি প্রকাশ্যে আসায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিহারের পদস্থ সরককারি আধিকারিকরা। এই ঘটনা আবারও বিহারের স্বাস্থ্য পরিষেবাকে বেআব্রু করে দিয়েছে। 

ঘটনার ফুটেজটি জামুইয়ের (Jamui) লক্ষ্মীপুর ব্লকের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের (Bolck Health Centre)।  ফুটেজে দেখা যাচ্ছে দুই মহিলা স্বাস্থ্যকর্মী একে অপরের চুলধরে টানাটানি করছে। দুই মহিলাকে থামাতে গিয়ে রীতিমত নাজেহাল হয়েছেন এক পুরুষ। সেই ব্যক্তি মাঝখানে থাকা অবস্থাতেও মহিলারা একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। শেষপর্যন্ত একি এপরকে মারধরও করে। চটি দিয়ে একে অপরকে আঘাত করে। মাত্র ২৯ সেকেন্ডের ভিডিওটি দুই মহিলার মারামারি হাতাহাতি দেখে হতবাক নেটিজেনরা। প্রত্য়েকেই  স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এজাতীয় হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেছেন।  দেখে নিন সেই ভিডিওটি। 

কর্মকর্তারা জানিয়েছেন আশা কর্মী রিন্টু কুমারী একটি বিসিডি টিকা দেওয়ার জন্য অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ(ANM) রঞ্জনা কুমারীর কাছে নিয়ে গিয়েছিল। তারপরই দুই মহিলা স্বাস্থ্য কর্মীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। প্রসূতি ওয়ার্ডের কাছেই দুই স্বাস্থ্য কর্মীর মধ্যে এই মারামারি চলে। যা নিয়ে উদ্বের প্রকাশ করেছে বিহারের স্বাস্থ্য দফতর। 

অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ(ANM)- দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাপনায় এরা প্রথম সারির সদস্য। তবে এক নবজাতককে মাঝখানে রেখে দুই মহিলা স্বাস্থ্য কর্মীর মারামারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শিশুটির সমস্যা হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছে। এখনও ভারতে সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার প্রবণতা অনেক কম। ঘরের অস্বাস্থ্যকর পরিবেশেও জন্ম হয় শিশুদের। যার ফলে ভূমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অনেক শিশুর। তাই হাসপাতালের মধ্যে এজাতীয় ঘটনা প্রসূতির মধ্যে ভয় তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে।

নার্সের বিরুদ্ধে যক্ষ্মা টিকার জন্য ৫০০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি। ঘটনার খবর পেয়ে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে চলতি মাসেই জামুইতে  স্বাস্থ্য কেন্দ্রের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে এক স্বাস্থ্য কর্মীকে তাঁর অনুপস্থিতির কারণ নিয়ে প্রবল তর্ক করতে দেখা গিয়েছিল। 

Viral Video: গোর্খা সেনার কুকরি নিয়ে নাচ, প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ভাইরাল

Republic Day: প্রজাতন্ত্র দিবসের অনুশীলনে হিন্দি গানের সুরে নাচ, অন্যমুডে ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা

Punjab Election 2022: বিজেপির সঙ্গে আসন সমঝতা চূড়ান্ত, নিরাপত্তার লক্ষ্যে জোট বললেন ক্যাপ্টেন

Punjab Election 2022: বিজেপির সঙ্গে আসন সমঝতা চূড়ান্ত, নিরাপত্তার লক্ষ্যে জোট বললেন ক্যাপ্টেন

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র