ঘরে বসে বসে ক্লান্ত আপনি। লকডাউনে রীতিমত বিধ্বস্ত শরীর আর মন। আপনি যদি মাত্র ১৫ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটি দেখেন তাহলে কিছু স্বস্তি পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দুই বৃদ্ধার এনার্জি আর উদ্যম আপনাকে মোহিত করে তুলবে।
সালটা ছিন ১৯৯৭। রিজিল করেছিল ক্যারাভান ছবিটি। তারই জনপ্রিয় গান 'প্রিয়া তু আব তু আজা'- আজও রীতিমত জনপ্রিয়। আর সেই গান আর হেলেন যেন এখনও দর্শকের মনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিসে সেই গানের সঙ্গেই তাল মিলিয়েছেন দুই বৃদ্ধা।
রাস্তার মধ্যেই প্রকাশ পেয়েছে দুই বৃদ্ধার জীবনী শক্তি। যাকে রীতিমত কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। মাত্র ১৫ মিনিটের ভিডিওটি পাঠানকে বাচ্ছে নামের কোনও এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
২০২০ নিয়ে মার্কিন নবদম্পতির মন্তব্যকে সমর্থন জানিয়েছে প্রকৃতি, দেখুন সেই ভাইরাল ভিডিও .
৪ ফুট লম্বা কোবরা বাসা বেঁধেছিল বেঁধেছিল মেট্রোতে, উদ্ধার করেন সংশ্লিষ্ট কর্মীরা ...
তবে এই ভিডিওটি দেখে হেলেনকে যদি আপনি খোঁজেন তাহলে রীতিমত হতাশই হবেন। কারণে হেলেনের ঝাঁ চকচকে পোষাকের পরিবর্তে এখানে দুজনেই পরে রয়েছেন শাড়ি। নেই কোনও মেকআপ। কিন্তু আপনি যদি দুই বৃদ্ধার উদ্দীপনা দেখতে চান তাহলে আশা করি রীতিমত আনন্দ পাবেন।