রাম মন্দিরের ছাদ থেকে টুপটুপ করে জল পড়ছে। গর্ভগৃহে জল পড়ছে। নতুন মন্দিরের এই পরিস্থিতি দেখে তাজ্জব সকলে।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
কিন্তু কেন হঠাৎ জল পড়ছে মন্দির বেয়ে? অনেকেই বলেছেন নিষ্কাশনে সমস্যা রয়েছে। যার দরুণই জল পড়ছে মন্দিরের মাথা বেয়ে।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
কিন্তু নতুন মন্দিরে এভাবে জল আসায় রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। তবে নতুন কি কোনও রহস্য় রয়েছে?
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
এদিন সমস্যার আসল কারণ খুঁজতে মন্দির পরিদর্শনে যাক কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র । তিনি জানিয়েছেন কোথাও কোনও সমস্যা নেই। বৃষ্টির কারণেই ছাদ থেকে মন্দির চত্বরে জল আসছিল।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
তবে কি সত্যিই মন্দিরের নিষ্কাশনে সমস্যা রয়েছে। এই নিয়েও সেদিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন মন্দির কমিটির চেয়ারম্যান।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
তিনি জানিয়েছেন মন্দিরে কোনও জলের ছিদ্র নেই । রাম মন্দিরের নির্মাণাধীন প্যাভিলিয়নের ছাদে দ্বিতীয় তলা হবে। ওই তলাটি সম্পূর্ণ হলেই বৃষ্টির জল ঢোকা বন্ধ হয়ে যাবে।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
নৃপেন্দ্র বাবু বলেন, " গর্ভগৃহে শুধু স্নান ও ভগবানকে সাজানোর জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থা রয়েছে।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
গর্ভগৃহে ভক্তদের চাহিদা অনুযায়ী স্নানের জল সরবরাহ করা হয়। জল নিষ্কাশনের জন্য সব মণ্ডপে ড্রেনেজ সিস্টেম রয়েছে।
শেষমেশ রাম মন্দিরে জল পড়ার রহস্যভেদ!
যেহেতু মন্দিরটির চারিদিক খোলা তাই প্রবল বৃষ্টির কারণে জল ঢুকে পড়ছে। কিন্তু নির্মাণের কারণে মন্দিরে জল আশার কোনও কারণ নেই।