'জন্ম থেকেই ওকে ভালবাসি!' ২৫-এর তরুণীকে বিয়ে করে বললেন ৭০-এর দাদু

Published : Aug 02, 2025, 03:31 PM IST
wedding

সংক্ষিপ্ত

ভিডিওটিতে বিয়ের পরই স্বামীকে বলতে শোনা গিয়েছিল, যে ও যখন জন্মায় তখন থেকেই আমি ওকে ভালবাসি। আমি অপেক্ষা করেছি ওর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়ের অনুষ্ঠান। যেখানে ৭০ বছরের এক প্রবীণ ব্যক্তিকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে মাত্র ২৫ বছরের এক তরুণীর সঙ্গে। বিয়ের অনুষ্ঠানটি সত্যি কিনা- তাই নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। কারণ এই অসম বিয়েটির ভিডিও এমনভাবে আপলোড করা হয়েছে তাতে মনে হচ্ছে বিয়ে করে দম্পতি বেজায় খুশি। ভিডিওতে বৃদ্ধ বরকে বলতে শোনা আ গিয়েছে যে তিনি বিয়ে করে বেজায় খুশি। তরুণীও তেমনই বলছেন।

জানা গিয়েছে ভিডিওটি প্রথমে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। পরবর্তীকালে একাধিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে বিয়ের পরই স্বামীকে বলতে শোনা গিয়েছিল, যে 'ও যখন জন্মায় তখন থেকেই আমি ওকে ভালবাসি। আমি অপেক্ষা করেছি ওর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। শেষপর্যন্ত আমরা বিবাহিত।' তরুণী বলেছেন, তিনি সর্বদাই জানের দাদা অর্থাৎ দাদু তাকে ভালোবাসেন ও সম্মান করেন। দম্পতির এই কথা শুনে নেটিজেনরা সকলেই অবাক হয়েছে।

কিন্তু অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন, এই ভিডিও সত্যি কিনা। কারণ অনেক সময়ে এজাতীয় ভিডিও শ্যুট করা হয়। সেই তথ্যের সন্ধান করতে গিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া ও ফ্যাক্টচেক সাইট জানিয়েছে ভিডিওটি সত্যি। কিন্তু ঘটনা সত্যি নয়। একটি স্ক্রিটেড ভিডিও। অর্থাৎ সাজিয়ে গুছিয়ে ভিডিওটি শ্যুট করা হয়েছিল। মূলত বিনোদনের উদ্দেশ্যেই এইজাতীয় ভিডিও ভাইরাল করা হয়েছে।

যদিও এজাতীয় ভিডিও তৈরি করে মানুষক বিভ্রান্ত করা ঠিক কিনা তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু সম্প্রতি বিনোদনমূলক একাধিক ভিডিও - যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায়  নিয়ন্ত্রণ না থাকায় এজাতীয় ভিডিওর  রমরমা বাড়ছে।  যাতে উদ্বেগ বাড়ছে  সমাজের একাংশের মানুষের। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়