পদত্যাগের পরও একাধিক সরকারি সুবিধা পেতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জেনে নিন কী কী

Published : Dec 27, 2024, 12:37 PM IST
former prime minister manmohan singh death

সংক্ষিপ্ত

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণের পর তাঁর স্ত্রী গুরুশরণ কৌর তাঁর পেনশন পাবেন। তাঁর মৃত্যুর পর সরকারি সুযোগ-সুবিধাগুলো কার কাছে পৌঁছাবে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।

সদ্য প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৯২ বছরে প্রয়াত হলেন তিনি। ২৬ ডিসেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি এমসে ভর্তি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৬ ডিসেম্বর প্রয়াত হন। ২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হন তিনি। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে বারে বারে নানান শারীরিক জটিলতা দেখা যায়। বৃহস্পতিবার রাত ৮টায় প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াতে সাত দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

জেনে নিন প্রধানমন্ত্রী পদ ত্যাগ করার পর তিনি সরকারের থেকে কী কী সুবিধা পেতেন। এখন সেই সুবিধা কে পাবেন।

তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী পদ ত্যাগ করার পর প্রতি মাসে পেনশন পেতেন। তাঁকে দিল্লির মোতিলাল নেহরু মার্গে একটি বাংলো দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথমে এসপিজি নিরাপত্ত পেতেন। তারপর থেকে জেড প্লাস নিরাপত্তা পেতেন তিনি।

পাশাপাশি বেশ কিছু সরকারি সুবিধা পেতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রতি মাসে পেনশনের সঙ্গে লুটিয়েন্স জোনে আজীবন বিনামূল্যে আবাসন পেতেন। বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতেন। বছরে ছয়টি অভ্যন্তরীণ বিমান টিকিট পেতেন। সম্পূর্ণ বিনামূল্যে রেলযাত্রা করতে পারতেন। আজীবন বিনামূল্যে বিদ্যুত ও জল পেতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরই সঙ্গে পাঁচ বছর পর একজন ব্যক্তিগত সহকারী রাখার জন্য টাকা পেতেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রয়াণের পর তাঁর পেনশন পাবেন তাঁর স্ত্রী গুরুশরণ কৌর। সঙ্গে মিলবে বাড়তি সকল সুযোগ সুবিধা।

 

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশের ভোট প্রচার থেকে ভারতকে হুঁশিয়ারি, 'সাতবোন'কে কেটে ফেলার হুমকি বাংলাদেশি নেতার
মুছে গেল 'গান্ধী'র নাম, লোকসভায় পেশ হয়ে গেল ১০০ দিনের কাজের নতুন বিল VBG RAMG