
প্রযুক্তির দুনিয়ায় আজকের দিনে অনলাইন শপিং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় সব জিনিস কিনতে আমরা অনলাইন শপিং ফ্ল্যাটফর্মের ওপর ভরসা করে থাকি। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিনত্রা, নায়িকা থেকে শুরু করে জিও মার্টের মতো নানান অনলাইন শপিং ফ্ল্যাটফর্ম আছে। প্রায়শই এই সকল সাইট থেকে জিনিস আমরা জিনিস কিনে থাকি। ডেলিভারি আসার পর অনলাইন সংস্থার প্যাকেট বা ডেলিভারি বাক্স আমরা ফেলে দিয়ে থাকি। কিন্তু, এই ভুলেই পড়তে পারেন বিপদে। খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বর্তমানে হচ্ছে Delivery Box Scam। জেনে নিন পুরো প্রক্রিয়াটি।
আপনি কোনও প্রোডাক্ট অর্ডার করলেন। সেটি একটি বক্সে আপনার ঠিকানায় পাঠানো হয়ে থাকে। আপনি প্রোডাক্টটি রেখে দিয়ে বাক্সটি ডাস্টবিনে ফেলে দেন। স্ক্যামাররা এই ফেলে দেওযা বাক্স তুলে নিয়ে তার থেকে করছে জালিয়াতি। বাক্সের গায়ে লেগে থাকা স্টিকারে আপনার ঠিকানা, ফোন নম্বর, ইমেল এবং পণ্য সংক্রান্ত তথ্য থাকে। এরপর তারা আপনাকে ফোন করে কোম্পানির প্রতিনিধি সেজে ফিডব্যাক চাইবে। বলে ফিডব্যাক দিলে পাবেন বিশেষ ছাড়। পাঠাবে একটি লিঙ্ক। যাতে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে পড়বে ম্যালওয়্যার। এই ভাইরাস আপনার ফোনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই-র তথ্য চুরি করে নিতে পারে। আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্ট পুরো খালি।
এখন প্রশ্ন হলে কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে। নিজের টাকা রক্ষা করবেন প্রতারকদের থেকে।
এবার থেকে বাক্স ফেলে দেওয়ার আগে স্টাকার ছিঁড়ে ফেলুন। কিংবা স্ক্র্যাচ করে দিন বা কালো মার্কার দিয়ে কেটে দিন।
অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অজানা ক্লিক করবেন না। এমন লিঙ্কে ক্লিক করলে আপনি পড়তে পারেন বিপদে।
আইডি প্রোটেকশন স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। বাজারে পাওয়া যায় এমন Roller Stamp দিয়ে সহজে স্টিকার মুছে ফেলা যায়।
এবার থেকে মেনে চলুন এই সকল টিপস। একটি ভুলে আপনার সব টাকা উধাও হয়ে যেতে পারে। তাই সময় থাকতে সতর্ক হন। আপনি ভুলেও এই কাজ করবেন না। ডেলিভারির বাক্স ফেলে দেওয়ার আগে সতর্ক হন। ভুলেও এই কাজ করবেন না। এতে অজান্তে আপনিই পড়তেন পারে বিপদে। তাই এবার থেকে সতর্ক হন। ফেলে দেওয়া ডেলিভারি বক্স থেকে হচ্ছে Scam। শিকার হতে পারেন আপনিও।