কেমন পাত্রী পছন্দ দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর রাহুল গান্ধীর! এবার নিজেই খোলসা করলেন সেই রহস্য

ভারত জোড়ো যাত্রায় প্রতিদিন বহু মানুষের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এমনই একটি সাক্ষাৎকার সামনে এসেছে যেখানে রাহুল গান্ধী তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। রাহুল গান্ধীকে প্রশ্ন মানেই তো তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন। 

Web Desk - ANB | Published : Dec 28, 2022 11:10 PM
18

একের পর এক প্রশ্ন ধেয়ে এল। ধৈর্য ধরে উত্তর দিলেন। এমনকী রাহুল গান্ধীকে পাপ্পু বলা কেমন লাগে? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। হাসি মুখেই সব চোখা চোখা প্রশ্নের মজার উত্তর মিলল তার কাছ থেকে। 

28

রাহুল গান্ধীকে প্রশ্ন মানেই তো তাঁর বিয়ে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন। জীবনসঙ্গী হিসেবে কেমন মেয়ে পছন্দ রাহুল গান্ধীর। এই প্রশ্নের উত্তর এদিন পরিষ্কার করে জানিয়ে দিলেন রাহুল।

38

ইউটিউব চ্যানেল ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন রাহুল গান্ধী। এই সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ তাকে পাপ্পু বললে তার খারাপ লাগে না। রাহুল গান্ধী বলেছেন, "এটি একটি প্রচার, যার যেমন রুচি, সে সেইভাবে কাজ করে। এখানে তার কিছু বলার নেই।"

48

সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বিয়ে নিয়েও প্রশ্ন করেছিলেন। এখানেই তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ উঠে আসে। রাহুল বলেন তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী সম্পর্কে নিজের মনের ভাব এদিন প্রকাশ করেন তিনি। 

58

রাহুল বলেন "আমার দাদীকে বোবা পুতুল বলা হত। এই একই মানুষ আজও আমাকে আক্রমণ করে চলেছে। তারপর সেই মহিলাই আয়রন লেডি হয়েছিলেন। তিনি সবসময়ই আয়রন লেডি ছিলেন।"

68

রাহুল আরও বলেছিলেন যে তিনি সাইকেল চালানো, বাইক এবং গাড়ি চালাতে পছন্দ করেন। নিজের টি-শার্টের বিষয়ে তিনি বলেন, এখনও এই টিশার্ট চলছে। যেদিন চলবে না, সেদিন দেখা যাবে। 

78

৫২ বছর বয়সী রাহুল গান্ধী নিজের বিয়ের ব্যাপারেও এদিন মুখ খোলেন। জানিয়ে দেন যে কেমন মেয়ে তাঁর জীবনসঙ্গী হিসেবে পছন্দ। বলেন, "এটি একটি খুব মজার প্রশ্ন। আমি এমন একজন মহিলাকে বিয়ে করতে চাই যার মধ্যে আমার মা এবং ঠাকুমা উভয়ের গুণ রয়েছে। সেটাই সবথেকে ভালো হবে। 

88

তিনি তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী সম্পর্কে বলেছিলেন যে তিনি তাঁর জীবনের ভালবাসা এবং তাঁর দ্বিতীয় মায়ের মতো ছিলেন। সম্প্রতি মা সোনিয়া গান্ধীর সঙ্গে দারুণ সুন্দর মুহুর্ত কাটাতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos