অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে। কমিশনের Terms of Reference (ToR) ২০২৫ সালের শেষ দিকে নোটিফাই হয়েছে। এর অর্থ, কমিশনের কাজ বাস্তবে শুরু হয়ে গেছে।
28
কমিশন গঠন ও কাজ শুরু হয়েছে ২০২৫ সালের শেষ দিক থেকে রিপোর্ট জমা দেওয়ার সময় থাকে সাধারণত ১২ থেকে ১৮ মাস ।
38
সম্ভাব্য রিপোর্ট জমা পড়ার কথা২০২৭ সালের মাঝামাঝি।