বাজেট তৈরিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে সাহায্য করবে সাত জনের দল, দায়িত্বে কে কে

Published : Jan 27, 2026, 08:28 AM IST
nirmala sitharaman

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। এই গুরুত্বপূর্ণ বাজেট তৈরিতে তাঁকে সাহায্য করছে সাতজন শীর্ষ আধিকারিকের একটি বিশেষ দল। দায়িত্বে কে কে ?

টানা নবম বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ ফেব্রুয়ারি রবিবার পেশ হবে সেই বাজেট। সেই বাজেট নিয়ে ইতিমধ্যে জোর চর্চার সর্বত্র। এখনও চলছে বেশ কিছু কাজ। এবার বাজেট তৈরিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে সাহায্য করবে একটি দল। দেখে নিন কে কে থাকবে এই দলে।

বাজেটের মুখ্য কারিগর হলেন এই অর্থনৈচিক বিষয়ক সচিব অনুরাধা ঠাকুর। ২০২৬-২৭ সালে কোন খাতে কত বরাদ্দ হবে, বিভাগীয় প্রধান হিসেবে তা স্থির করেন তিনি। বাজেটের নথি প্রস্তুতকারী বিভাগের দায়িত্বে আছেন তিনি।

কর প্রস্তাব-র দায়িত্বে আছেন রাজস্বচিব অরবিন্দ শ্রীবাস্তব। তিনি এবং তার সহকারী দল প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের বিষয়টি স্থর করবে। অরবিন্দ শ্রীবাস্তবের এটি প্রথম বাজেট। এর আগে অর্থ মন্ত্রকের বাজেট বিভাগের যুগ্ম সচিব ছিলেন। তারপর প্রধানমন্ত্রী দফতরে তিনি বদলি হন।

থাকবেন ব্যয়সচিব ভামলুনমাং ভুয়ালনাম। অর্থ মন্ত্রকে তাকে বলা হয় অর্থ গচ্ছিত রাখা ব্যাগের অভিভাবক। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো কী ভাবে কার্যকর করা হবে, তা দেখেন ব্যয়সচিব।

থাকছেন অর্থনৈতিক পরিষেবা সচিব এম নাগারজু। ব্যাঙ্ক, পেনশন ব্যবস্থা, বিমা সংস্থার আর্থিক স্বাস্থ্যের বিষয় নজর রাখে এই দফতর। সামাজিক সুরক্ষা, ধার বৃদ্ধি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও করে এই দফতর।

থাকবেন পাবলিক এন্টারপ্রাইজ বিভাগের সচিব কে মোসেস চালাই। সরকারি সংস্থাগুলোর স্বাস্থ্যের দিকে নজর রাখে এই দফতর। বাজেট বরাদ্দ যথাযথ ভাবে ব্যবহার হচ্ছে কি না, তা দেখা হয়।

থাকবেন মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। দেশে আর্থিক বৃদ্ধি কতটা হতে পারে, কৃষি, শিল্প, পরিষেবা ক্ষেত্র এক বছরে কী ফল করল, বিশ্ব অর্থনীতির ঝুঁকিকতটা এই সব বিশ্লেষণ করবেন মুখ্য আর্থিক উপদেষ্টা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

গোয়াতে শিশুদের জন্য বন্ধ সোশ্যাল মিডিয়া? তেমনই ইঙ্গিত দিয়েছেন সেই রাজ্যের মন্ত্রী
৭-৮% জিডিপি বৃদ্ধি ও কর্মসংস্থানের আশা, বাজেট ২০২৬-২৭ নিয়ে FICCIর একগুচ্ছ প্রস্তাব