New Pension Scheme: স্ত্রী না-থাকলে মাসে মিলবে ৫ হাজার? পুরুষদের জন্য নতুন ভাতা চালু করছে সরকার

Published : May 03, 2025, 11:00 AM IST

New Pension Scheme: কেন্দ্রীয় সরকার বিধবা এবং অবিবাহিত পুরুষদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু করছে, যার অধীনে মাসিক ৫ হাজার টাকা করে দেওয়া হবে। বিধবা পুরুষদের বয়স ৪০ এর বেশি এবং অবিবাহিত পুরুষদের বয়স ৪৫ এর বেশি হতে হবে।

PREV
113

বিভিন্ন রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার বর্তমানে বিভিন্ন ভাতা চালু করেছে। এর দ্বারা উপকৃত হন লক্ষ লক্ষ মানুষ।

213

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে বেকার ভাতা সহ নানান ভাতা চালু আছে এদেশে। তবে, এবার কেন্দ্রীয় সরকার নিল এক বিশেষ উদ্যোগ।

413

এবার বিধবা এবং অবিবাহিত পুরুষদের পেনশন দেবে মোদী সরকার। প্রকাশ্যে এল এমনই তথ্য। তাও মাসে দেওয়া হবে ৫ হাজার করে।

513

কারা পাবেন পেনশন

বিধবা এবং অবিবাহিত পুরুষেরা পাবেন পেনশন। তেমনই যারা BPL কার্ডের আওতায় পড়েন তারা এই সুবিধা পাবেন। তেমনই যাদের মাসিক আয় নির্দিষ্ট আওতার অধীনস্থ নয় তারা এই সুবিধা পেতে পারেন।

613

বয়সের সীমা

এই পেনশনের জন্য আবেদন করতে হলে রয়েছে বয়সের সীমা। যারা বিধবা পুরুষদের বয়সের সীমা হতে হবে ৪০-র ওপর। আর যারা অবিবাহিত পুরুষ, তাদের বয়স হতে হবে ৪৫-র বেশি।

713

কীভাবে পাবেন টাকা?

এই স্কিমের সুবিধা যারা পাবেন, তাদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর্থিক অবস্থা উন্নত করতে এই স্কিম চালু করা হচ্ছে।

813

উক্ত স্কিমে আবেদন করতে কয়টি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। যেমন লাগবে আধার কার্ড এবং আয়ের নথি।

913

রেসিডেন্সিয়াল প্রুফ, স্ত্রীর ডেটথ সার্টিফিকেট, এরই সঙ্গে জমা দিতে হবে ব্যাঙ্কের সকল নথি।

1013

State social welfare website -এ যান সবার আগে। সেখান থেকে এই স্কিমের জন্য আবেদন করুন।

1113

New Widow/ single men scheme -এ আবেদন করা যাবে অনলাইনে। কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

1213

বিধবা মহিলাদের পর এবার পুরুষদের পেনশন দেবে সরকার।

1313

উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের পুরুষরা এই স্কিমের সুবিধা পেতে পারেন।

click me!

Recommended Stories