এখন নতুন করে এই স্কিম শিরোনামে উঠে এসেছে। আগামী নিয়ে বাড়বে অটল পেনশন যোজনার টাকা। শোনা যাচ্ছে এমনটা। এবার এই নিয়ে মন্তব্য করল সরকার। ৬০ বছর বয়সে মেনে এই অটল পেনশন যোজনার পেনশন। এই স্কিমের অধীনে উপলব্ধ পেনশনের কিস্তি হল ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার এবং ৫ হাজার প্রতি মাসে। যোগদানের বয়সের ওপর নির্ভর করে ন্যূনতম অবদানের সময়কাল ২০ বছর।