নির্বাচনে জিতলেই পেট্রল-ডিজেলে জিএসটি বসাবে বিজেপি? পিকের দাবিতে রাতের ঘুম উড়তে পারে আমজনতার

চলতি ভোটে বিজেপির ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যতবাণী পিকের। তারওপর এই নির্বাচনে জিতলে কী কী করতে পারে বিজেপি, তার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

বাকি আর দু দফা। ইতিমধ্যেই ৫টি দফার নির্বাচন পেরিয়ে এসেছে এবারের লোকসভা ভোট। ৪ঠা জুন জানা যাবে ফল। তবে তার আগেই বিরাট দাবি করে বসলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। চলতি ভোটে বিজেপির ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যতবাণী পিকের। তারওপর এই নির্বাচনে জিতলে কী কী করতে পারে বিজেপি, তার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

কী বললেন পিকে?

Latest Videos

পিকে বলেন, ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি বিরাট মাপের কোনও জনরোষ না হয় তাহলে এবারও বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। চব্বিশের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ভবিষ্যদ্বাণী করলেও এই দুঁদে ভোটকুশলী মেনে নিয়েছেন, সাধারণ মানুষ মোদী সরকারের কাজে খুশি নয়। কিন্তু তা সত্ত্বেও এবারও বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ।

২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভোটকুশলী হিসেবে কাজ করা পিকের দাবি, প্রত্যেকটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে তৃতীয়বারের মোদী সরকার। সেই সঙ্গেই এনডিএ যদি আবার ক্ষমতায় আসে তাহলে পেট্রোল-ডিজেলও GST-র অধীনে চলে আসতে পারে।

প্রশাসনিক ও পরিকাঠামোগত বেশ কিছু বদল হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত কিশোর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পিকে বলেন, ‘চলতি লোকসভা ভোটের ফলাফল সেই একঘেয়েই হতে চলেছে। ফের একবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ দেশে সরকার গড়তে চলেছে। উনিশের ৩০৩ আসনের কাছাকাছিই এককভাবে আসন পাবে বিজেপি। তবে গতবারের চেয়ে এবার বেশি আসন পেতে পারে এনডিএ। কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত কেউ নেই’।

পিকে-র দাবি, দেশের উত্তর এবং পশ্চিমে বিজেপির ভোট একই থাকবে। তা কমার কোনও সম্ভাবনা এনেই বললেই চলে। উল্টে ওড়িশা, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং বিহারে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী