সাপের কামড়ের চিকিৎসা নিম ডালের বাড়ি, সরকারি হাসপাতালেই চলছে কালাজাদু

  • সাপের কামড় খেয়েছিলেন এক ব্যক্তি
  • সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে চিকিৎসা করলেন এক ওঝা
  • জরুরি বিভাগের মধ্যেই নিমের ডাল দিয়ে হল কালাজাদু
  • ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার জানাজানি হয়ে গেল

ইদানিং সকলের হাতের মুঠোতেই রয়েছে ক্যামেরা। সেলফি তোলার নেশায় দুর্ঘটনা ঘটানোর মতো এর যেমন কিছু বাজে দিক রয়েছে, তেমনই কিছু ভালো দিকও রয়েছে। ক্যামেরা ছিল বলেই মধ্যপ্রদেশের শিউপুরের সরকারি জেলা হাসপাতালের এক অদ্ভুত ঘটনা ধরা পড়ে গেল। ক্যামেরায় ওঠা ভিডিও দেখিয়ে অভিযোগ করা হচ্ছে সাপে কাটা এক রোগীকে হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের মধ্যেই তাঁ উপর কালাজাদু প্রয়োগ করেন এক ওঝা।

জানা গিয়েছে যোগেন্দ্র সিং রাঠোর নামে স্থানীয় এক বাসিন্দাকে সাপে কামড়েছিল। তাঁকে তৎক্ষণাৎ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার একটি ভিডিও স্তানীয় স্তরে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে জরুরি বিভাগের একটি বেডে যোগেন্দ্র সিং-কে শুইয়ে রাখা হয়েছে, এবং একজন ওঝা সম্ভবত নিমের ডাল বা ওই ধরণের একটি জিনিস দিয়ে তাঁর শরীরে আঘাত করছেন। কালাজাদুর প্রয়োগ করছেন।

Latest Videos

ঘটনা ভিডিও ভাইরাল হতেই বৈজ্ঞানিক কেন্দ্রে এই অবৈজ্ঞানিক কাজকর্ম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এরপরই নড়ে চড়ে বসেছে বাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে। হাসপাতালে কে ওই ওঝা-কে ডেকে আনল, তিনি কীভাবে হাসপাতালের মধ্যে জাদুবিদ্যা করার অনুমতি পেলেন, সবটাই খতিয়ে দেখা হবে।

জেলা হাসপাতালের আরএমও এসএন বিন্দাল জানিয়েছেন, বিষয়টি তাঁর গোচরে এসেছে। যদি ঘটনা সত্যি হয়ে থাকে তবে হাসপাতালে কালাজাদু করা একেবারেই অনৈতিক কাজ বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত করে এর পিছনে যারা জড়িত, তাদের সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla