বাড়িতে এটিএম কার্ড ভুলে রেখে চলে এসেছেন? ফের বাড়ি গিয়ে কার্ড নিয়ে আসাও সম্ভব নয়। ওদিকে টাকারও খুব প্রয়োজন। কী করবেন ভাবছেন? কাছে স্মার্ট ফোন থাকলে আর করতে হবে না কার্ডের চিন্তা।
210
কার্ডের সাহায্য ছাড়া টাকা তুলুন
আপনার ফোনের সঙ্গে UPI অ্যাকাউন্ট থাকে তাহলে কার্ড ছাড়াই আপনি এটিএমে গিয়ে টাকা তুলে আনতে পারবেন। কিন্তু কীভাবে টাকা তুলবেন বুঝতে পারছেন না? খুবই সহজ একটি পদ্ধতিতে কার্ড ছাড়াই এটিএম থেকে বেরিয়ে আসবে আপনার প্রয়োজনীয় নগদ অর্থ।
310
UPI অ্যাপের সাহায্যে টাকা তুলুন
আপনার ফোনের সঙ্গে যদি UPI অ্যাকাউন্ট থাকে তাহলে সোজা চলে যান এটিএমে। এবার দেখে নিন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ আছে কিনা। থাকলে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি হাতে পেয়ে যাবেন টাকা।
410
ব্যাঙ্কের সঙ্গে যুক্ত UPI অ্যাপ খুলুন
ব্যাঙ্কের সঙ্গে যুক্ত UPI অ্যাপ খোলার পর এটিএমের উইথড্রল মেশিনের কাছে গিয়ে ‘UPI Cash Withdrawal’ অপশনটি খুঁজে বের করুন। এবার সেটি খুঁজে পেলেই বিকল্প সিল্কেট করুন।
510
ভালো করে নিজের ব্যাঙ্কের সঙ্গে যুক্ত UPI অ্যাপে নজর রাখুন
এটিএমের স্ক্রীনে ‘UPI Cash Withdrawal’ অপশনে ক্লিক করার পর কত টাকা তুলতে চান সেটি বাটনের মাধ্যমে প্রেস করুন। এবং নজর রাখুন আপপনার ইউপিআই অ্যাপে। কারণ, UPI অ্যাপের মাধ্যমে আপনি ১০ হাজার টাকা তুলতে পারবেন এটিএম থেকে।
610
কিউআর কোড স্ক্যান করুুন
এটিএমের স্ক্রীনে UPI Cash -এর পরিমাণ মানে সংখ্যা লেখার পর স্বাভাবিক ভাবেই এটিএমের স্ক্রীনে ভেসে উঠবে QR কোড। ওই এটিএমের স্ক্রীনের QR কোডের সঙ্গে ফোনের ইউপিআই অ্যাপের কিউআর কোড স্ক্যান করুন।
710
এটিএম স্ক্রীনে ইউপিআই পিন প্রেস করুন
পরবর্তী ধাপে ফোনের স্ক্রীনে ইউপিআই পিন চেয়ে মেজেদ দেবে। এরপর প্রেস করুন ইউপিআই পিন। আর শুনতে পেয়ে যাবেন এটিএম মেশিন থেকে টাকা বের হওয়ার শব্দ।
810
ঝক্কি ছাড়াই তুলুন বিনা কার্ডে টাকা
ইউপিআই এর মাধ্যমে কোনওরকম ঝক্কি ঝামেলা ছাড়াই তুলুন টাকা। কার্ড ছাড়া এভাবে টাকা তুললে ভয় থাকবে না এটিএম কার্ড হারানোর।
910
প্রায় সব ব্যাঙ্কেই UPI- এর মাধ্যমে মেলে এটিএম পরিষেবা
দেশের প্রায় সব প্রথম সারির ব্যাঙ্কে মেলে UPI- এর মাধ্যমে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা লেনদেন সংক্রান্ত পরিষেবা। তাহলে আর কী কোনও রকম ঝামেলা ছাড়াই চোখবন্ধ করে ভরসা রাখতে পারেন এই UPI অ্যাপে।
1010
সম্পূর্ণ নিরাপদ পরিষেবা
গুগল পে, ফোন পে, পেটিএমের মতোন ইউপিআই অ্যাপে মেলে এই পরিষেবা। সরকার দ্বারা এটি নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ নিরাপদ।