DA Hike: রাজ্যের তুলনায় মাত্র অর্ধেক ডিএ বৃদ্ধি কেন্দ্রের, ২% মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে ফারাক কত

DA Hike: কেন্দ্রীয় সরকার (Central government ) দুই শতাংশ ডিএ বৃদ্ধি (2% DA Hike) করায় সরকারি কর্মীদের মূল বেতনের ৫৫.৯৮ শতাংশ হবে। যা আগে ছিল ৫৫.৯৮ শতাংশ। গত ৭ বছরে এটাই সবথেকে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি।

 

Saborni Mitra | Published : Mar 29, 2025 12:50 PM
110
মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকার শেষপর্যন্ত কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ।

210
ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার দুই শতাংশ ডিএ বৃদ্ধি করায় সরকারি কর্মীদের মূল বেতনের ৫৫.৯৮ শতাংশ হবে। যা আগে ছিল ৫৫.৯৮ শতাংশ। গত ৭ বছরে এটাই সবথেকে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি।

310
কোভিডের সময় ডিএ স্থগিত

কোভিড-১৯ মহামারির সময় তিন কিস্তির ডিএ বকেয়া রয়েছে। সেই সময় মোদী সরকার ডিএ স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। কিন্তু তারপর থেকেই মোদী সরকার ৩-৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে আসছে।

410
ডিএ ৫০ শতাংশ পার

কেন্দ্রীয় সরকার তিন থেকে চার শতাংশ হারে বারবার ডিএ বৃদ্ধি করার ফলে ২০২৪ সালের জুলাই মাসে ডিএ ৫০ শতাংশ ছাড়িয়ে ৫৩ শতাংশে পৌঁছে গিয়েছে।

510
ডিএ-এর হার কমার কারণ

মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার। হিসাবে বলছে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। সেই কারণেই ডিএ কম বৃদ্ধি পেয়েছে।

610
রাজ্যের সঙ্গে কেন্দ্রে ডিএর ফারাক

এই রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করেছে আসছে। কিন্তু বাজেটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। এপ্রিল থেকেই নতুন ডিএ কার্যকর হবে।

710
অর্ধেক ডিএ বৃদ্ধি

রাজ্য যখন ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সেখানে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করল। যার অর্থ মাত্র অর্ধেক ডিএ বৃদ্ধি করা হল।

810
৩৭ শতাংশ ফারাক

কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ডিএ বৃদ্ধি করার পরেও রাজ্যের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ।

910
রাজ্যের ডিএ

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র পরিবাণ ১৮ শতাংশতে গিয়ে দাঁড়িয়েছে।

1010
ডিএ বৃদ্ধিতে উপকার

কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করায় উপকৃত হবে দেশের ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী আর ৬৬.৫৫ লক্ষ পেনশন ভোগী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos