১০ তলা থেকে পড়ে হঠাৎ মৃত্যু যুবতীর! তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের

Published : Nov 07, 2024, 01:50 PM ISTUpdated : Nov 07, 2024, 01:51 PM IST
Saharanpur murder of woman

সংক্ষিপ্ত

১০ তলা থেকে পড়ে হঠাৎ মৃত্যু যুবতীর! তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের

হঠাৎই ১০ তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর। কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। মৃতার নাম প্রীতি বলে জানা গিয়েছে। দুটি সন্তান রয়েছে মৃতার। বুধবার হঠাই ১০ তলা থেকে পড়ে যায় যুবতী। উত্তর প্রদেশের লখনউতে একটি গ্রুপ হাউজিং সোসাইটির ১০ তলা পড়ে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, এসজিপিজিআই থানা সীমানার অন্তর্গত বৃন্দাবন যোজনার আরাবল্লী এনক্লেভ সোসাইটিতে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। তবে এটি খুন বলেই দাবি করেছেন মৃতার বাবা। এদিন মৃতার পিতা শারদা প্রসাদ তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, "আমার মেয়েকে ১০ তলা থেকে ফেলে দিয়ে খুন করেছে আমার জামাই। বিয়ের পর থেকেই টাকার জন্য মেয়ে প্রীতিকে হেনস্থা করে আসছিল জামাই।"

সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে লখনউ পুলিশ জানিয়েছে, "স্থানীয় এসজিপিজিআই পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই মামলায় এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।"

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী