কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ সেজে ফোন! সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়ালেন এক যুবতী

Published : Nov 19, 2024, 05:34 PM IST
কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ সেজে ফোন! সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়ালেন এক যুবতী

সংক্ষিপ্ত

মোবাইল সিম কার্ডের নামে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। 

মোবাইল পরিষেবা প্রদানকারীর কাস্টমার কেয়ারের নাম করে ভুয়ো ফোন কলের মাধ্যমে এক যুবতীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার অভিযোগ সামনে এসেছে। বেঙ্গালুরুর বাসিন্দা ৩১ বছর বয়সী ওই যুবতীর লক্ষাধিক টাকা খোয়া গেছে এই ঘটনায়। প্রতারকরা বারবার টাকা চাইতে শুরু করতেই সন্দেহ হয় ঐ যুবতীর এবং তারপর পুলিশের দ্বারস্থ হন তিনি। তখনই প্রতারণার বিষয়টি জানা যায়।

বেঙ্গালুরুর বাসিন্দা এই যুবতী ইতিমধ্যেই অন্নপূর্ণেশ্বরী নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ১৩ নভেম্বর, যুবতীর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। সেই ব্যক্তি নিজেকে মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস সেন্টারের কর্মী বলে পরিচয় দেয় এবং জানায়, যুবতীর আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ একটি সিম নিয়েছেন। আর সেই সিম ব্যবহার করে ইন্টারনেটে নিষিদ্ধ অশ্লীল ভিডিও আপলোড করা হয়েছে। মুম্বাই সাইবার ক্রাইম থানায় অভিযোগ না করলে সব মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এতে স্বাভাবিকভাবেই ঐ যুবতী ভয় পেয়ে যান।

এরপর সেই ব্যক্তি ঐ যুবতীকে গ্রেফতারের হুমকি দেয়। তদন্তের অংশ হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে প্রথমে ১,১০,০০০ টাকা পাঠাতে বাধ্য করা হয়। শুধু টাই নয়, এরপর বারবার টাকা চাইতে শুরু করলে যুবতীর সন্দেহ হয় এবং তিনি পুলিশের দ্বারস্থ হন। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে পুলিশ ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!