৮৩ বছর বয়সে অবিস্মরণীয় জয়, পুনের ক্যারম প্রতিযোগিতায় একাধিক পদক জিতে বাজিমাত বৃদ্ধার

Published : Jan 11, 2023, 10:02 PM IST
grandma wins carrom tournament

সংক্ষিপ্ত

মগরপাট্টায় আয়োজিত এই ক্যারম টুর্নামেন্টে জয়ী হলেন ৮৩ বছর বয়সী বৃদ্ধা। নিজের চেয়ে অনেক কম বয়সী প্রতিপক্ষদের হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি।

আপনি নিশ্চয়ই সেই বিখ্যাত প্রবাদটা শুনে থাকবেন যে, বয়স কেবল একটা সংখ্যা মাত্র। অর্থাৎ, বয়স যতই বেড়ে যাক, যা করার জন্য মনে মনে লক্ষ্য স্থির করে ফেলা হয়, তা দৃঢ়তার জেরে অনায়াসে হাসিল করে নিতে পারে মানুষ। জীবনের পছন্দ এবং উপভোগ করার মতো কাজগুলো বয়স বেড়ে গেলেও ‘হাল ছেড়ো না বন্ধু’ বলে জয় করে নেওয়া যায় ইচ্ছেশক্তির জোরেই। সম্প্রতি এমনই একটি আকর্ষণীয় নজির গড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ৮৩ বছর বয়সের এক মহিলা।

সম্প্রতি মহারাষ্ট্রের পুনের মগরপাট্টায় আয়োজিত হয়েছিল একটি ক্যারাম টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় পদক জিতে নিয়ে নিজের পরিবারের সদস্যদের গর্বিত করেছেন ৮৩ বছর বয়সী এই খেলোয়াড়। তাঁর নাতি তাঁর ক্যারম খেলার ছবি টুইটার মাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন।


 

অক্ষয় মারাঠে, একজন আইনজীবী এবং আম আদমি পার্টির মুখপাত্র। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন যে, তাঁর ৮৩ বছর বয়সী দাদী পুনের অল-মগরপাট্টা সিটি ক্যারাম টুর্নামেন্টের ডাবলস বিভাগে স্বর্ণপদক জিতে নিয়েছেন। শুধু এতেই শেষ নয়, একক বিভাগের খেলায় ব্রোঞ্জ পদকও জিতেছেন তাঁর দাদী। .

কৃতিত্বটি আরও মহৎ হয়ে উঠেছে এই কারণে যে, তিনি নিজের যে প্রতিপক্ষদের হারিয়ে দিয়েছিলেন, তাঁরা ওই বৃদ্ধার চেয়ে বয়সে অনেকটাই ছোট ছিলেন। একজন তরুণীর বিরুদ্ধে অক্ষয়ের দাদীর ক্যারাম খেলার ২১ সেকেন্ডের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। অক্ষয় নিজেই সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটিতে দেখা গেছে কতটা নিখুঁতভাবে কয়েকটি শট মেরে একের পর এক ঘুঁটিকে পকেটে নামিয়ে ফেলছেন তাঁর দাদী এবং সর্বোপরি, খেলার সময় তাঁর একাগ্রতা ছিল চোখে পড়ার মতো।


 

ভিডিওটি পোস্ট করে মারাঠে লিখেছেন, “আমার ৮৩ বছর বয়সী আজি (দাদী) পুনের অল-মাগারপাট্টা সিটি ক্যারাম টুর্নামেন্টের ডাবলস বিভাগে সোনা জিতলেন এবং ব্রোঞ্জ জিতে নিলেন একক বিভাগে খেলে। নিজের চেয়ে অনেক ছোট এবং দৃঢ় হাতের বিরুদ্ধে খেলে তাঁর এই জয়, যা দেখে আমি নিজেও অনুপ্রাণিত বোধ করছি।”

 


 

আরও পড়ুন-
বেঙ্গালুরু শহরকে আরও বেশি নাগরিক-বান্ধব করে তোলার জন্য বিশেষ কর্মসূচি শুরু করল নাম্মা বেঙ্গালুরু ফাউন্ডেশন
‘এলিতেলি গঙ্গারাম!’ কুণাল ঘোষ সম্পর্কে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর, দেবের বিষয়ে ‘ব্যক্তিগত রাজনীতি’-র বিরোধীতা
তৃণমূল নেতাদের কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান দিলেন দিলীপ ঘোষ, ঝাড়গ্রামের সভামঞ্চে বিতর্কিত মন্তব্য

PREV
click me!

Recommended Stories

'তাঁর একচোখে দুর্যোধন অন্যচোখে দুঃশাসন'! অমিত শাহকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
বাটিতে প্রস্রাব থেকে দুই ভাইকে বিয়ে, ২০২৫-এর চর্চায় উঠে এসেছিল অদ্ভুত বিয়ের এইসব রীতি