ব্রিটেন থেকে ফিরে ট্রেনে পালিয়েছিলেন অন্ধ্রে, সেই মহিলার দেহেও নতুন স্ট্রেন - কতটা আতঙ্কের

যুক্তরাজ্য থেকে দিল্লি করোনা ধরা পড়েছিল

তা সত্ত্বেও ট্রেন ধরে পালিয়েছিলেন অন্ধ্রে

সেই মহিলার দেহে পাওয়া গেল ব্রিটেনের অতি সংক্রামক করোনা

তাহলে কি এবার হু-হু করে ভারতে ছড়িয়ে পড়বে এই নতুন রূপান্তরটি

 

আশঙ্কাই হল সত্যি। গত ২১ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফিরে, দিল্লি বিমানবন্দরে কোভিড ইতিবাচক সনাক্ত হওয়ার পরও, কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে পালিয়েছিলেন যে মহিলা, তাঁর দেহে মিলল যুক্তরাজ্যে উদ্ভূত করোনার নতুন স্ট্রেন। তিনদিন পর ২৪ ডিসেম্বর তাঁর সন্ধান পেয়েছিল কর্তৃপক্ষ। তার মধ্যে তিনি দিল্লি থেকে ট্রেন ধরে অন্ধ্রপ্রদেশে পৌঁছে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁর নমুনার জিনোম সিকেয়েন্সিং-এ যুক্তরাজ্য়ের নতুন রূপান্তরটি সনাক্ত হওয়ার পর, এই নতুন স্ট্রেন এবার ভারতে ছড়িয়ে পড়বে বলে আতঙ্ক তৈরি হয়েছে। সত্যিই কি পরিস্থিতি ভয় পাওয়ার মতো?

অন্ধ্রপ্রদেশ রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তাদৈর রাজ্যে ফেরা আরও এগারোজন যাত্রীর করোনা পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তবে একমাত্র ওই মহিলার দেহেই ৭০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য করোনাভাইরাস রূপান্তরটি সনাক্ত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, একমাত্র তিনিই কোয়ারেন্টাইনে না থেকে রেলের মতো অতি-যোগাযোগের জায়গা দিয়ে পালিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে তাঁর সংস্পর্শে আসা কেউই করোনা পজিটিভ নন। তাঁর পুত্রের করোনা পরীক্ষার ফলও নেতিবাচক এসেছে। তাই অন্ধ্রে যুক্তরাজ্যের নতুন করোনভাইরাস স্ট্রেন ছড়িয়ে পড়েছে, এই জাতীয় আতঙ্কের কোনও যুক্তি নেই বলেই দাবি করেছে রাজ্য সরকার।

Latest Videos

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে এখনও অবধি যুক্তরাজ্যের করোনাভাইরাস রূপান্তর পাওয়া গিয়েছে মোট ছয় ভারতীয় যাত্রীর দেহে। ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রায় ৩৩,০০০ যাত্রী যুক্তরাজ্য থেকে ভারতে এসেছেন। তাঁদের মধ্যে ১১৪ জন কোভিড পজিটিভ হিসাবে সনাক্র হয়েছেন। আপাতত দ্রুত তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং চলছে। আরটি-পিসিআর পরীক্ষা করার জন্য এই যাত্রীদের এবং তাঁদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিবর্গের সন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসন।

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর