অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১৫০০ টাকা! মেয়েদের ২১ বছর বয়স হলেই টাকা দেবে রাজ্য, শুরু হল আবেদন

Published : Mar 18, 2025, 05:50 PM IST

দুর্দান্ত ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য। ২১ বছর বয়স হলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুরু হয়ে গিয়েছে আবেদন।

PREV
111

হোলির পরেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

211

এবার সকলকে মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

311

হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে ২১ বছর বয়স পূর্ণকারী প্রতিটি যোগ্য কন্যাকে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে।

411

এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মহিলা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

511

এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রতিটি কন্যাকে ১৫০০ টাকা দেওয়া হবে।

611

১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে ২১ বছর বয়স পূর্ণকারী প্রতিটি কন্যাকে এই প্রকল্পের আওতায় আনা হবে।

711

গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও ১ জুন, ২০২৫ থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন।

811

তাদের যোগ্য কন্যারাও প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পাওয়ার অধিকারী হবেন।

911

আগামী সময়ে, পঞ্চায়েত কর্তৃক অনুমোদিত সকল মহিলা পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা পাবেন। বিধবা বোনদের কন্যারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

1011

এছাড়াও, বিধবা বোনদের মেয়েরা যদি পেশাদার কোর্স করতে চান, তাহলে তাদের সম্পূর্ণ ফি এবং ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত হোস্টেল ফি সরকার বহন করবে।

1111

হিমাচল প্রদেশের ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি প্রকল্প কি চালু হতে পারে পশ্চিমবঙ্গেও! তেমন হলে খুশি হবেন রাজ্যের মহিলারা।

click me!

Recommended Stories