Will Deed: একান্নবর্তী পরিবার হোক বা শুধু স্বামী-স্ত্রী ও একাধিক সন্তানের পরিবার, উইল (Will of Property) অত্যন্ত জরুরি। বাবা-মায়ের এক সন্তান থাকলে স্বাভাবিকভাবেই সম্পত্তি পায়। কিন্তু একাধিক সন্তান থাকলে উইল দরকার।
এক বা একাধিক সন্তান থাকলে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য উইল করেন বাবা-মা
সব বাবা-মা তাঁদের এক বা একাধিক সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। বিশেষ করে একাধিক সন্তান থাকলে তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য উইল করা জরুরি।
210
সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বাড়ি, জমি, টাকা রেখে যেতে চান বাবা-মা
সন্তান বা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য বাবা-মা সম্পত্তি, বাড়ি, টাকা রেখে যেতে চান। এই কারণেই তাঁরা উইল করেন।
310
ভারতীয় আইন অনুসারে কীভাবে বৈধ উইল করতে পারেন কোনও ব্যক্তি? জেনে নিন
বিভিন্ন সাহিত্য, চলচ্চিত্র, মামলায় উইলের প্রসঙ্গ উঠে এসেছে। কিন্তু বাস্তবে কীভাবে উইল করতে হয় সবাই কি জানেন? না জানা থাকলে জেনে নিন।
আইনি বিশেষজ্ঞের পরামর্শ ও অনুমোদন ছাড়া উইল করলে তা বৈধ বলে গণ্য হয় না
ভারতীয় আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই উইল করতে হয়। সরকারিভাবে নথিভুক্ত না হলে সেই উইলের বৈধতা থাকে না।
510
ভারতে উইলের বিষয়ে ব্রিটিশ আমলের আইন এখনও জারি আছে, সেই ধারাই কার্যকর হয়
১৯০৮ সালের রেজিস্ট্রশন আইন অনুসারে ভারতে সব উইল নথিভুক্ত করতে হয়। উইল নথিভুক্ত করার জন্য কোনও ব্যক্তি আবেদন করলে সংশ্লিষ্ট অঞ্চলের রেজিস্ট্রার উপযুক্ত ব্যবস্থা নেন।
610
১৯০৮ সালের রেজিস্ট্রশন আইন অনুযায়ী কীভাবে উইল নথিভুক্ত করতে হয় জেনে নিন
উইল নথিভুক্ত করতে হলে স্থানীয় সাব-রেজিস্ট্রারের দফতরে যেতে হয়। প্রয়োজনীয় নথি এবং সামান্য ফি জমা দিতে হয়।
710
সরকারিভাবে কোনও উইল নথিভুক্ত করার জন্য কী নথিপত্র দরকার হয় জেনে নিন
উইল নথিভুক্ত করার জন্য ছবি, মেডিক্যাল সার্টিফিকেট, স্বাক্ষরিত উইল, দু'জন সাক্ষী, পরিচয় ও ঠিকানা সংক্রান্ত নথি, প্যান কার্ড দরকার।
810
ভারতে উইল করা বাধ্যতামূলক নয়, কিন্তু কেউ করলে অনেক সমস্যা এড়ানো যায়
কোনও ব্যক্তি সরকারিভাবে উইল করে রাখলে তাঁর অবর্তমানে সম্পত্তি বণ্টন নিয়ে চিন্তা থাকে না। একাধিক সন্তান থাকলে তাঁদের মধ্যে বিবাদও এড়ানো যায়।
910
উইল করা থাকলে মালিকের অবর্তমানে সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা থাকে না
কোনও দম্পতি যদি নিঃসন্তান অবস্থায় প্রয়াত হন, তাহলে তাঁদের সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি হতে পারে। সেক্ষেত্রে উইল করা থাকলে এই দম্পতির পছন্দের ব্যক্তিই যাবতীয় সম্পত্তি পেতে পারেন।
1010
কোনও ব্যক্তি উইল করার পর প্রয়াত হলে তাঁর পছন্দের ব্যক্তি সহজেই সম্পত্তি পেয়ে যান
কোনও ব্যক্তি উইল করলে যাঁকে সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছেন, তাঁকে জানিয়ে দেন। এরপর তিনি প্রয়াত হলে উত্তরাধিকারী সম্পত্তির অধিকার নিতে পারেন।