PAN 2.0: এক ক্লিকে পেয়ে যাবেন নতুন প্যান কার্ড, দেখে নিন কীভাবে আবেদন করতে হবে, সময় লাগবে মিনিট খানেক

Published : Dec 09, 2024, 05:00 PM IST

ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে ভারত সরকার নতুন QR কোড-সহ PAN 2.0 কার্ড চালু করেছে। এই কার্ডটি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করে তৈরি করা যাবে।

PREV
110

ভারত সরকার এখন ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে আরও এক নয়া পদক্ষেপ নিল। এবার প্যান কার্ড আসছে নতুন চেহারায়।

210

প্যান কার্ডে QR (Quick Response) কোড থাকবে, যা এটিকে আরও সুরক্ষিত করবে। সঙ্গে করবে ডিজিটাল ফ্রেন্ডলি।

310

এখন প্রশ্ন হল কীভাবে বানাবেন PAN 2.0? খুব সহজে বাড়ি বসে PAN 2.0 বানানো সম্ভব। মাত্র এক ক্লিকেই তৈরি হবে এই কার্ড।

410

PAN 2.0-র জন্য আবেদন করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। কয়টি পদ্ধতি ধাপে ধাপে মেনে চলসে কার্ড তৈরি হয়ে যাবে।

510

PAN 2.0 তৈরি করতে গেলে প্রথমে ই প্যান পোর্টালে যান। সেখানে Apply for instant PAN এ ক্লিক করুন।

610

এবার আপনার আধার নম্বর দিন। এতে আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসবে ওটিপি।

710

এবার সঠিক ইমেল আইডি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সেখানে পূরণ করুন। আপনার প্যানের সঙ্গে মোবাইল লিঙ্ক করা কি না তা নিশ্চিত করুন।

810

আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর তা পাঠিয়ে দিন। কয়েক মিনিটের মধ্যেই আপনার মেলে আসবে নতুন কার্ড।

910

মেলে আপনি PDF ফরম্যাটে পেয়ে যাবেন QR দেওয়া নতুন প্যান কার্ড। যা বর্তমানে প্রয়োজন।

1010

এর জন্য নাম মাত্র ফি নেওয়া হতে পারে। অতিরিক্ত চার্ড ছাড়াই ঘরে বসে তৈরি করে নিন PAN 2.0।

click me!

Recommended Stories