পৃথিবীর সবথেকে দূষিত শহরগুলির মধ্যে ৯ নম্বরে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
২০২১ সালের তুলনায় কিছুটা উন্নতির দিকে এগোলেও পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় এখনও পর্যন্ত ওপরের দিকেই রয়েছে ভারত। ২০২২-২৩ সালে পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান। এই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ১৩০ লক্ষ মানুষের ভিড়ে এই শহরটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত শহর। এই তালিকাতেই ওপরের দিকে রয়েছে ভারতের ভিওয়ান্ডি শহর। মহারাষ্ট্রের এই শহরে দূষণের মাত্রা ভারতের মধ্যে সবথেকে বেশি।
সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি কোম্পানি IQAir দ্বারা প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শীর্ষ ২০টি দূষিততম শহরের মধ্যে ১৫টিই ভারতীয় শহর। পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলির তালিকায় ৮ নম্বরে আছে আমাদের দেশ। দেশের নিরিখে দূষিতের তালিকায় আফ্রিকার চাদ প্রজাতন্ত্র, ইরাক, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বুরকিনা ফাসো এবং কুয়েতের পরেই রয়েছে ভারত।
সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে সর্বোত্তম ২০টির নাম জেনে নিন:
১) লাহোর, পাকিস্তান
২) হোতান, চীন
৩) ভিওয়ান্ডি, ভারত
৪) দিল্লি, ভারত
৫) পেশোয়ার, পাকিস্তান
৬) দারভাঙ্গা, ভারত
৭) আসোপুর, ভারত
৮) এন'জামেনা, চাদ
৯) নয়াদিল্লি, ভারত
১০) পাটনা, ভারত
১১) গাজিয়াবাদ, ভারত
১২) ধারুহেরা, ভারত
১৩) বাগদাদ, ইরাক
১৪) চাপরা, ভারত
১৫) মুজ্জাফরনগর, ভারত
১৬) ফয়সালাবাদ, ভারত
১৭) গ্রেটার নয়ডা, ভারত
সবচেয়ে দূষিত দেশের মধ্যে সর্বোচ্চ ১০:
১) চাদ
২) ইরাক
৩) পাকিস্তান
৪) বাহরাইন
৫)বাংলাদেশ
৬) বুরকিনা ফাসো
৭) কুয়েত
৮) ভারত
৯) ইজিপ্ট
১০) তাজিকিস্তান
আরও পড়ুন-
শাড়ির কুচি বেয়ে উঠছে বেপরোয়া চিতাবাঘ, দেখুন বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ‘সাবিত্রী আম্মা’-র ভিডিও
Viral Video: অফিসে ঢুকে গেলে আর বের হতে পারবেন না কর্মচারীরা, কোডিং নিনজাস-এর গেটে তালা লাগালেন দ্বাররক্ষী
Cyclone Biparjoy News: আরব সাগরে বড়সড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত