চোখ ধাঁধাঁনো অন্দরসজ্জা, বিলাসবহুল ব্যবস্থা, ভারতের মাটিতে নামল বিশ্বের বৃহত্তম যাত্রিবাহী বিমান

মাত্র আট বছর আগে মুম্বইয়ে এমিরেটস প্রথম এ৩৮০-র পরিষেবা চালু করেছিল। ২০১৪ সালে যাত্রা শুরু করার পর এবার এমিরেটসের পরিষেবা শুরু হল দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও। শুক্রবার দুপুর ৩টে ৪০ নাগাদ বেঙ্গালুরুর বিমানবন্দরে নেমে এল এই বৃহত্তম যাত্রিবাহী বিমান। 

ভারতের মাটিতে অবতরণ পাঁচটি জিরাফের সমান উচ্চতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম যাত্রিবাহী বিমানের। ১৪ অক্টোবর দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল এই 'জায়েন্ট' বিমান এমিরেটস এয়ারবাস এ৩৮০। এটি বিশ্বের বৃহত্তম যাত্রিবাহী এয়ারক্র্যাফ্ট। 

মাত্র আট বছর আগে মুম্বইয়ে এমিরেটস প্রথম এ৩৮০-র পরিষেবা চালু করেছিল। ২০১৪ সালে যাত্রা শুরু করার পর এবার এমিরেটসের পরিষেবা শুরু হল দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও। শুক্রবার দুপুর ৩টে ৪০ নাগাদ বেঙ্গালুরুর বিমানবন্দরে নেমে এল এই বৃহত্তম যাত্রিবাহী বিমান। জানা যাচ্ছে শুক্রবার সকাল ১০টা নাগাদ ২২৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয় এই বিমান। মাত্র ৫ ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছয় এই বিমান। এমনকী প্রথম উড়ানেই নির্ধারিত সময়ের প্রায় ৭ মিনিট আগেই বেঙ্গালুরুতে নামে এমিরেটস এ৩৮০। 

Latest Videos

কী কী পরিষেবা মিলবে এই বিমানে? 

এই বিমানের মূল আকর্ষণ হল অন্দরসজ্জা। আকর্ষণীয় রঙের পাশাপাশি মন ভোলানো নানা ছবি। এছাড়া থাকছে বসার জন্য বিশেষ আরাম দায়ক আসনের ব্যবস্থা। বিজনেস ও ইকনমি দুই শ্রেণীর আসনগুলিই অনেকটা জায়গাজুড়ে বানানো হয়েছে। প্রত্যেকটি আসনের সঙ্গে রয়েছে এইচডি টেলিভশনের ব্যবস্থা। বিজনেস ক্লাসের টেলিভিশনগুলি ২০ ইঞ্চির এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রে সেটি ১৩.৩ ইঞ্চির। প্রতিটি টেলিভিশনে প্রায় পাঁচ হাজারেরও বেশি চ্যানেল পাবেন যাত্রীরা। তাছাড়াও থাকছে ব্লুটুথ এবং ওয়াইফাই-এর সুবিধাও। 

এগুলির পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে  ‘প্রিমিয়াম ইকোনমি’ শ্রেণি। ইতিমধ্যেই দুবাই, প্যারিস, লন্ডন এবং সিডনিতে মিলছে এই পরিষেবা। এছাড়া প্রতিটি শ্রেণীতে রয়েছে বারের ব্যবস্থাও। মিলবে দেশ-বিদেশের নামী ব্র্যান্ডের সুরাও। বিলসবহুল এই বিমানে রয়েছে ‘শাওয়ার স্পা’-এর ব্যবস্থাও। শুধু তাই নয় সম্পূর্ণ  অর্গানিক সামগ্রী দিয়ে স্পায়ের সুবিধা পাবেন যাত্রীরা। এই বিমানের ওজন আনুমানিক ৫১০ থেকে ৫৭৫ টন। উচ্চতা ২৪.১ মিটার এবং দৈর্ঘ্য ৭২. ৭ মিটার। বিমানে মোট আসন সংখ্যা ৪৮৪টি। 

আরও পড়ুন - 

ক্ষুধার রাজ্যে 'ভারত' গদ্যমান, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট পেশ হতেই মোদীকে তোপ কংগ্রেসের

পাকিস্তানের হাসপাতালে পচাগলা ২০০ দেহ কি বালোচ বা পাশতুনদের? উত্তাল সোশ্যাল মিডিয়া

ED-র সিল করা ফ্ল্যাটের মালিক বিভাস অধিকারী বীরভূমের দাপুটে তৃণমূল নেতা, জেরার মুখোমুখি হতে প্রস্তুত

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন