Solar Eclipse 2025: বছরের প্রথম সূর্য গ্রহনে ব্যাপক সাফল্য এই রাশির, এক ঝলকে দেখে নিন আপনার রাশিফল

Solar Eclipse News: বছরের প্রথম এবং বাংলা বছরের শেষ সূর্ঘগ্রহণ আজ। বছরের প্রথম এই সূর্য গ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাগ্যের চাকা ঘুরতে পারে কিছু রাশির। জানুন কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য রয়েছে বিশেষ গুরুত্ব। বিস্তারিত জানুন…                       

Moumita Poddar | Published : Mar 29, 2025 2:16 PM
110
বছরের প্রথম সূর্য গ্রহণ (Solar Eclipse 2025)

২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ ভারতে দেখা না গেলেও কিছু রাশির উপর দারুণ প্রভাব ফেলবে এই গ্রহণ। আসুন তাহলে জেনে নিই কোন কোন রাশির ওপর শনিবার প্রভাব ফেলবে এই গ্রহণ। 

210
বছরের প্রথম সূর্য গ্রহণে দুর্লভ যোগ (Eclipse today)

১৯৯ বছর পর এই সূর্য গ্রহণে কিছু রাশির জাতক, জাতিকাদের জন্য তৈরি করবে দুর্লভ যোগ। ফলে একে শনিবার তার উপর  সূর্য গ্রহণে ভাগ্য খুলতে পারে কয়েকটি রাশির মানুষদের। 

310
মেষ (Solar Eclipse on Aries 2025)

মেষ রাশির জাতক, জাতিকাদের জন্য বছরের এই প্রথম সূর্য গ্রহণ বয়ে আনবে ব্যক্তিগত জীবনে দারুণ সাফল্য। এতদিন যে সমস্ত খারাপ পরিস্থিতি ছিল এই সূর্য গ্রহণের পর ধীরে ধীরে বদল আসবে  অবস্থার। 

410
কন্যা রাশি (Solar Eclipse on Virgo 2025)

কন্যা রাশির জাতক-জাতিকারা জীবনে সামাজিক সম্মান আরও বহুগুন বৃদ্ধি পাবে। উন্নতি ঘটবে আর্থিক দিকের। এবং নিজের সততার ফল ভোগ করবেন এই রাশির জাতক জাতিকারা। 

510
মকর রাশি (Solar Eclipse on Capricorn)

মকর রাশির মানুষদের জন্য এই সূর্য গ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ। শনিবারের এই গ্রহণের ফলে জীবনে বাড়বে সুখশান্তি, মনোবলল। ব্যক্তিগত জীবনেও আনন্দে  থাকবেন এই রাশিরা। 

610
কর্কট রাশি (Solar Eclipse on Cancer)

কর্মজীবনে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক-জাতিকাদের। বদল আসতে পারে কেরিয়ারে। পূরণ হতে পারে দীর্ঘ দিনের লক্ষ্য। 

710
কুম্ভ ( Solar Eclipse effect on Aquarius)

বছরের প্রথম এই সূর্য গ্রহনে কুম্ভ রাশির জাতক জাতিকারা সব কিছুতেই অনেকক সাফল্য পাবেন। জীবনে চলা বিভিন্ন সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি আসবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। যে সমস্ত দিক ছন্নছাড়া লাগছিল, তা ধীরে ধীরে ঠিক হবে এই গ্রহনের পর। 

810
মীন রাশি (Solar eclipse on Pisces)

২৯ মার্চ কোনও সাধারণ দিন নয়। এই দিন সূর্যগ্রহণ মীন রাশিতে হবে এবং ৬ টি গ্রহ মীন রাশিতেই অবস্থান করবে। শনিও এই দিন মীন রাশিতে প্রবেশ করবেন। ফলে মীন রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত জীবনে আরও সাফল্য আসবে। আর্থিক উন্নতি  এবং ভবিষ্যৎ পরিকল্পনার পথও সুগম  হবে এদিন এই রাশির জন্য। 

910
ধনু রাশি (Solar eclipse on Sagittarius)

শনিবারের এই সূর্ঘ গ্রহন ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন উন্নত করবে। কোনও অর্থনৈতিক চাপ থাকলেও  তা দূর হবে খুব তাড়াতাড়ি। 

1010
বৃশ্চিক রাশি (Solar Eclipse on Scorpio)

 বৃশ্চিক রাশির জন্য এই গ্রহণ স্থিরতা নিয়ে আসবে। জীবনে যতটা উত্থান-পতন চলছিল, তা থেকে মুক্তি পাবেন। বলা যেতে পারে এই রাশির জন্য এটি একটি শুভ সময়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos