মাত্র ৯টাকায় ডাল-রুটি, মা ক্যান্টিনের আদলে মা কি রসোই -এর উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ

Published : Jan 10, 2025, 04:37 PM IST
Yogi Adityanath arranged food for just Rs 9 at Mahakumbh under Maa ki rasoi Project bsm

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানান হয়েছে আর্থিকভাবে দুর্বলদের জন্য চালু করা হয়েছে মা কি রসোই পরিষেবা। মুখ্যমন্ত্রী ৭ সেক্টরে নির্মিত কালা কুম্ভের উদ্বোধন করেন। 

দুস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুসরণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কুম্ভমেলা উপলক্ষ্যে প্রয়াগরাজে সফরে রয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানেই রানি নেহরু হাসপাতালে নন্দী সেবা সংস্থা পরিচালিত 'মা কি রসোই' এর উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে মাত্র ৯ টাকার বিনিময় খাওয়ান হবে। পাতে থাকবে চারটি রুটি, ভাত, ডাল, সবজি, সালাদ আর মিষ্টি।

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানান হয়েছে আর্থিকভাবে দুর্বলদের জন্য চালু করা হয়েছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী ৭ সেক্টরে নির্মিত কালা কুম্ভের উদ্বোধন করেন। একটি কুম্ভের উন্নয়নের একটি প্রথমিক দলিল। এতে কুম্ভের ১৫০ বছরের ঐতিহাসিক নথির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যাতে কুম্ভের ঘটনা সম্পর্কিত সরকারি প্রতিবেদন পাণ্ডুলিপি ও প্রত্নতাত্ত্বিক তথ্য প্রদর্শনির ব্যবস্থা করা হয়েছে।

 

 

যোগী আদিত্যনাথ নিডের এক্স হ্যন্ডেলে 'মা কি রসোই' ক্যান্টিনের উদ্বোধনের ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আজ তীর্থরাজ প্রয়াগে নন্দী সেবা সংস্থান দ্বারা পরিচালিত 'মা কি রসোই'এর উদ্বোধন কা হল। মা অন্নপূর্ণা সকলকে কৃপা করুণ।' উদ্বোধন অনুষ্ঠানে যোগী আদিত্যনাথের পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তরপ্ররদেশের সরকারি মন্ত্রী ও কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশর সরকারের তরফে জানান হয়েছে রাজ্যে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য সরকারের উদ্যোগ 'মা কি রসোই'। এই প্রকল্পের মাধ্যমে কুম্ভে আসা দুস্থ তীর্থযাত্রীদের খাবার দেওয়া হবে। ২ হাজার স্কোয়ারফুট জায়গার উপর তৈরি করা হয়েছে এই ক্যান্টিন। সেখানে ১৫০ জন মানুষ খেতে পারবেন।

আগেই বাংলার প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই মা ক্যান্টিন চালু করেছিলেন। সেখানে মাত্র ৫ টাকার বিনিময় ভাত, ডাল , সবজি, ডিম সিদ্ধ আর সোয়াবিন দেওয়া হয়। কলকাতার পাশাপাশি জেলা ও গ্রামের বিভিন্ন প্রান্তে সরকার মা ক্যান্টিন চালিয়ে থাকে। মমতার সেই সফল প্রকল্পকেই এবার নতুন করে নিজের রাজ্যে চালু করলেন যোগী আদিত্যনাথ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি