আধার কার্ড থাকলে পেতে পারেন ২ লক্ষ টাকা পর্যন্ত লোন! অনেকে জানেনই না কিভাবে আবেদন করবেন

Published : Jan 18, 2025, 04:41 PM IST

জরুরি টাকার প্রয়োজনে আধার কার্ডই এখন ভরসা। কিছু সহজ নিয়ম মেনে আধার কার্ডের মাধ্যমে ২ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। 

PREV
110

প্রায় সবার সঙ্গেই জীবনে এমন হয়েছে টাকার প্রয়োজনে কিন্তু উপযুক্ত সময়ে লোন পেতে দেরি হচ্ছে। 

210

এমন পরিস্থিতে দ্রুত টাকা জোগার করার প্রয়োজ হয়ে পড়ে।

310

তবে এবার থেকে এমন হলে আর সমস্যায় পড়তে হবে না যদি আপনার কাছে থাকে আধার কার্ড। 

410

এবার আধার কার্ডের সাহায্যেই আপনি ২ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।

510

এই কার্ড আপনার কাছে থাকলে আপনিও পেতে পারেন পারসোনাল লোন। জরুরি অবস্থায় টাকার প্রয়োজনে কাজে লাগান এই লোন।

610

এই কার্ড থেকে লোন পাওয়া খুব সহজ। সাধারন কয়েকটি নিয়ম মানলেই আপনি পারসোনাল লোন পেয়ে যাবেন।

710

এর জন্য প্রথমেই এমন সংস্থা বেছে নিন যারা এই কার্ডের থেকে লোন দেন। এরপর লোনের জন্য আবেদন জমা দিন।

810

এরপর আপনার মোবাইল নম্বর দিন, আধার নম্বর দিন। প্রয়োজনীয় নথি দিন। 

910

সেই নথি যাচাই করার পর আপনি লোনের জন্য উপযুক্ত কিনা তা নির্ণয় করেই লোন প্রদান করা হবে।

1010

লোনের অনুমোদনের পর আপনার অ্যাকাউন্টে সরাসরি সরকারের তরফ থেকে টাকা পাঠানো হবে। সবচেয়ে বড় কথা হল খুব দ্রুত এই লোন পাওয়া যায়। এবং ইএমআই-এর মাধ্যমে সেই লোন সোধ করার সুযোগ মিলবে।

click me!

Recommended Stories