বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় কর্মীরা দাবি জানিয়েছিলেন অষ্টম পে কমিশনের জন্য। অবশেষ সেই প্রস্তাব মেনে নিল সরকার।
ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সঙ্গে টালমাটাল বাজেটে রীতি মতো চাপে সাধারণ মানুষ। এরই মাঝে ঘোষণা হল অষ্টম পে কমিশনের।
কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বিরাট খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। গতকালই অষ্টম পে কমিশনের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে অষ্টম পে কমিশনের বিষয় সায় দিয়েছে মোদী। খুব তাড়াতাড়ি গঠিত হবে অষ্টম পে কমিশন।
অষ্টম পে কমিশনের শুধু কেন্দ্রীয় কর্মীরা উপকৃত হবেন তা নয়। সঙ্গে উপকৃত হবেন পেনশনভোগীরাও।
ফিটমেন্ট ফ্যাক্ট ২.৫ থেকে ২.৮ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর প্রভাব পড়বে পেনশনেও।
অষ্টম পে কমিশন গঠনের পর নূন্যতম পেনশন ৯ হাজার থেকে বেড়ে হবে ২২,৫০০ থেকে ২৫,২০০ টাকা।
বর্তমানে যারা ৩০ হাজার টাকা পেনশন পাচ্ছেন। ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে সেটা হতে পারে ৭৫ হাজার।
অষ্টম পে কমিশনের প্রভাবে মোটা টাকা ঢুকবে অবসর প্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে।
সব মিলিয়ে অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত উভয়ের জন্য লাভজনক হবে।
Sayanita Chakraborty