
২০ কেজি গাঁজা সহ কালভুরের এক বাসিন্দাকে আলুভা রেলওয়ে স্টেশনে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম শাহেনশাহ (২৬), মন্নঞ্চেরী পঞ্চায়েতের আইয়্যাঙ্কালি জংশনের কাছে শাবাইতের বাসিন্দা। ট্রেন থেকে এক ব্যক্তি অনেকগুলি ব্যাগ নামাচ্ছে দেখে সন্দেহ হওয়ায় রেলওয়ে ক্রাইম ব্রাঞ্চ তাকে আটক করে।
পরে আবগারি বিভাগের হাতে তাকে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে ভুবনেশ্বর থেকে নিয়মিত গাঁজা আনত বলে স্বীকার করেছে। আলাপ্পুঝা ও এর্নাকুলাম এবং আশেপাশের এলাকায় সে পাইকারি ও খুচরা গাঁজা বিক্রি করত। কোটেশন দলের সাহায্যে মাদক ব্যবসা চালাতো বলে অভিযোগ। স্থানীয়রা ভয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে সাহস পেত না। আলাপ্পুঝা আবগারি বিভাগে তার বিরুদ্ধে গাঁজা সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা।