'গায়ের জোরে স্বাভাবিকতার চেষ্টা কাশ্মীরে?' বিস্ফোরক মুখ্যমন্ত্রী ওমর বিঁধলেন মোদীকে

Published : Feb 28, 2025, 06:41 PM IST
Chief Minister  Omar Abdullah. (File Photo/@OmarAbdullah)

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীর কি আদৌ শান্ত আছে? 

গত ২০১৮ সালের পর, প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু-কাশ্মীর। কিন্তু কেন্দ্রশাসিত এই অঞ্চলটির নতুন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা মনে করেন যে, সেখানকার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি।

কারণ, ২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের পর কার্যত, জোর করেই পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্র বলে মত তাঁর। দিল্লীতে একটি আলোচনাসভায় জম্মু-কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকেই এবার দুষেছেন ওমর।

তাঁর কথায়, “৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর উপত্যকায় জোর করে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে কোনও স্বতস্ফূর্ততা ছিল না। শুধুমাত্র বলপ্রয়োগ ছিল। শব-ই-বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। যদি ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তার প্রভাব কিন্তু ক্ষণস্থায়ী হতে বাধ্য।”

প্রসঙ্গত, এর আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন, তখন জম্মু-কাশ্মীর ছিল একটি রাজ্য। পুলিশ, আমলাদের মোতায়েন এবং বদলি করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু-কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে, পুলিশ এবং আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপ-রাজ্যপাল, অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নরের হাতে রয়েছে।

আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা জনাদেশের প্রতি মর্যাদার সূচক নয় বলেও দাবি করে বসেছেন ওমর আব্দুল্লা।

কিন্তু একটি বিষয় পরিষ্কার। কেন্দ্রশাসিত এই অঞ্চলটির নতুন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা মনে করেন যে, সেখানকার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়