রাস্তার পাশে মাইকে চলা গানের ছন্দে কোমর দোলালেন জম্যাটো বয় ,তার নাচের এই ভিডিও নজর কাড়লো নেটদুনিয়ায়

Published : Nov 12, 2022, 02:59 AM IST
Zomato delivery boys to go on strike from Monday

সংক্ষিপ্ত

জম্যাটোর টি শার্ট পড়া এক ব্যক্তি সম্প্রতি রাস্তার পাশে মাইকে চলা গান শুনে বাইক থেকে নেমেই সেই গানের ছন্দে শুরু করলেন নাচ।সেই নাচের ভিডিও এখন রীতিমতো ভাইরাল জগতের শিরোনামে 

গানের ছন্দে মঞ্চ মাতাতে দেখা যায় অনেককেই। কিন্তু গানের ছন্দের টানে রাস্তায় বাইক থেকে নেমে কোমর দোলাতে দেখেছেন কখনো কাউকে ? তবে শুনুন। জম্যাটোর টি শার্ট পড়া এক ব্যক্তি সম্প্রতি রাস্তার পাশে মাইকে চলা গান শুনে বাইক থেকে নেমেই সেই গানের ছন্দে শুরু করলেন নাচ।সেই নাচের ভিডিও এখন রীতিমতো নজর কাড়ছে নেট ব্যবহারকারীদের।ভাইরাল এই ভিডিওর প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনমহলও।

গানটি শুনেই আন্দাজ পাওয়া যায় যে সেটি কোনো দক্ষিণী গান। যেকোনো দক্ষিণী গানেরই আলাদারকম একটি আমেজ থাকে। এবং সেই আমেজেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হলো ওই ব্যক্তির নাচে। ভাইরাল হাওয়া এই ইন্সটাগ্রাম রিলে দেখা যাচ্ছে যে জম্যাটোর শার্ট পড়া ওই ব্যক্তি গান শুনে নিজেকে ধরে রাখতে না পেরে হঠাৎই বাইক রাস্তার পাশে রেখে নেমে গেলেন রাস্তায়। তারপর গানের তালে তালে প্রাণ খুলে কোমর দোলালেন তিনি। মাস্ক নামে একটি টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হয় এই ভিডিওটি। ক্যাপশনে মজা করে লেখা,' আমরা ভাবছি হয়তো ট্রাফিক জ্যামের কারণে খাবার ডেলিভারি দিতে দেরি হচ্ছে কিন্তু লে ডেলিভারি বয়।'

৩১ সেকেন্ডের এই ক্লিপটি ঠিক কোথায় শ্যুট হয়েছে সে নিয়ে বিশদে যদিও এখনও সেরকম কিছু জানা যায়নি।তবে মন্তব্য বাক্সে অভিনব সব কমেটের ভিড় আরও আকর্ষণীয় করে তুলেছে ভিডিওটিকে। ' দারুন প্রতিভা' বলে মন্তব্য বাক্সে কেউ কেউ প্রশংসা পঞ্চমুখ হয়েছেন ওই ব্যক্তির। কেউ কেউ আবার মজা করে লিখেছেন ,' উনি আসলে চেয়েছিলেন ডিআইডির সিজিন ৮৯ এ যোগ দিতে কিন্তু গত সিজিন দেখার পরই তার পুরোপুরি মন ভেঙে গেছে।' অন্যান্য ব্যবহারকারীরা আবার খাবার ঠান্ডা হয়ে যাবার দিকটিকেও উল্লেখ করেছেন। ইতিমধ্যেই ভিডিওটি ২.১ মিলিয়ন ভিউ ও ২.১৩ লক্ষ লাইক পেয়ে ভাইরাল জগতের শিরোনামে ।

আরও পড়ুন

আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশিকা, প্রত্যেক নাগরিকের জন্য নয়া নিয়ম চালু

বিলকিস বানোর ধর্ষকদের 'সংস্কারি ব্রাহ্মণ' আখ্যা, তবু ভোট পেরোতে সেই বিধায়ক চন্দ্রসিংহ রাউলজি ভরসা বিজেপির

Himachal Polls 2022: কংগ্রেসের ৯০ শতাংশ প্রার্থীই কোটিপতি, জেনে নিন কোথায় দাঁড়িয়ে বিজেপি ও আপ

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo