পদার্থবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য, নোবেল পুরস্কারে সম্মানিত ৩ বিজ্ঞানী

ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক জন ফ্রান্সিস ক্লাউসার, প্যারিসের ইকোল পলিটেকনিকের প্রফেসর অ্যালান আসপেক্ট এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্টন জ়াইলিঙ্গার জিতে নিলেন ২০২২-এর ফিজিক্সের নোবেল পুরস্কার। 

২০২২ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হল। বিজ্ঞানী অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার, অ্যান্টন জ়াইলিঙ্গার এবছরের বিশ্ব শ্রেষ্ঠ। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য এই নোবেল পুরস্কার তাঁদের দেওয়া হচ্ছে বলে জানাল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স।

‘এনট্যাঙ্গলড’ ফোটন কণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা,  ‘বেল থিওরি’ খারিজ সংক্রান্ত গবেষণা ও ‘কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স’ সংক্রান্ত ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য় নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে এই তিন বিজ্ঞানীকে। উল্লেখ্য, কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় অন্যতম স্বনামধন্য নাম জন এফ ক্লজার। তাঁর হাত ধরে ‘বেল ইনইক্যুয়ালিটিজ’ এর লঙ্ঘন সংক্রান্ত গবেষণা উঠে এসেছে। এই তিন বিজ্ঞানীর মধ্যে অ্যালেন অ্যাসপেক্ট ফরাসি, জন ক্লজার  আমেরিকান ও  অ্যান্টন জ়াইলিঙ্গার অস্ট্রিয়ার বাসিন্দা।

Latest Videos

ক্লজারের হাত ধরে উঠে এসেছে অ্যাসপেক্টের গবেষণা। ফোটন কণার এনট্যাঙ্গেলমেন্ট নিয়ে তাঁর গবেষণার অনেকাংশই জড়িত। অন্যদিকে অ্যান্টন জেলিঙ্গারের হাত ধরে উঠে এসেছে কোয়ান্টাম টেলিপোর্টেশন। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্টন জ়াইলিঙ্গার। তাঁর আবিষ্কারের হাত ধরে একটি ‘কোয়ান্টাম স্টেট’কে একটি কণা থেকে অন্য কণায় একটি দূরত্ব বজায় রেখে সরানো যায়। 

নোবেল কমিটির তরফে ইভা ওলসন জানিয়েছেন যে, কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আর তা খুবই উজ্জ্বলভাবে এগিয়ে চলেছে। তিনি বলছেন, ‘এই গবেষণাগুলি আরেকটি জগতের দরজা খুলে দিয়েছে। আমরা কীভাবে মাপজোক করি তার সংজ্ঞাও কার্যত বদলে দিয়েছে এই বিজ্ঞান।’

আরও পড়ুন-
কোচ হওয়ার আগেই বিশ্বকাপের ছক কষছিলেন দ্রাবিড়, সঙ্গী ছিলেন রোহিত শর্মা
দেবীপক্ষের দশমী তিথি কোনও রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন আপনার আজকের রাশিফল
পুজোয় প্রবাসে গান-সফরে সোমলতা, 'মিস করব' বলে গেলেন প্রাণের শহর কলকাতাকে

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari