সুদানের এক সেরামিক কারখানায় একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন ভারতীয় শ্রমিক-সহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার সুদানের ভারতীয় দূতাবাস থেকে এই খবর জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সেরামিক কারখানাটি সুদানের রাজধানী খর্তুমের বাহরি অঞ্চলে অবস্থিত। মঙ্গলবার রাতে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কারখানায় আগুন ধরে যায়। ওই কারখানায় প্রায় ৬৮ জন ভারতীয় শ্রমিক কাজ করতেন। নিহত ভারতীয় শ্রমিকরা উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু, এবং গুজরাত-এর বাসিন্দা। খর্তুম-এর ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে আরও ১৬ জন ভারতীয় শ্রমিক নিখোঁজ। মৃতদেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে দেহগুলি সনাক্ত করাই সমস্যা হচ্ছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে শোকপ্রকাশ করেছেন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতজন ভারতীয় শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্ষত অবস্থায় থাকা ৩৪ জন ভারতীয় শ্রমিককে সেরামিক কারখানার আবসনে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।