চলছে তাপ প্রবাহ, উষ্ণতম দিনের নয়া রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

Published : Dec 18, 2019, 06:01 PM ISTUpdated : Dec 18, 2019, 06:04 PM IST
চলছে তাপ প্রবাহ, উষ্ণতম দিনের নয়া রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া জুড়ে চলছে তাপপ্রবাহ গোটা দেশের তাপমাত্রা উর্দ্ধমুখী চলতি সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা সমালোচিত প্রধানমন্ত্রীর ভূমিকা

ভারতে যখন তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী তখন বিপরীত পথে হাঁটছে অস্ট্রেলিয়া।  বুধবার ছিল অস্ট্রেলিয়ার উষ্ণতম দিন। এদিন দেশটির গড় তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। 

এরআগে ২০১৩ সালের ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার উষ্ণতম দিন হিসাবে নথিবদ্ধ ছিল। সেদিন দেশটির গড় তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

দেশটির অধিকাংশ অঞ্চলে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে উর্দ্ধমুখী। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। গ্রীষ্ম আসতেই দেশের নানা প্রান্তে দাবানল তাপমাত্রার পারদ আরও চড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।

আবহাওয়া দফতর বলছে পূর্ব দিকে লু হাওয়া বয়ে যাওয়ার প্রভাব পড়ছে অস্ট্রেলিয়ার উপর। এর মধ্যেই প্রতিকূলতা মোকাবিলায় দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: বুলেট ট্রেন প্রকল্পের জন্য NH-64 ও রেললাইনের উপর স্টিল ব্রিজ চালু, জানুন কীভাবে তৈরি হয়েছে এটি
আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা