নরেন্দ্র মোদী যেতেই এল রাজকীয় ক্ষমা! মুক্তি পেলেন ২৫০ ভারতীয়

  • প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরিন সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী
  • আর তিনি আসতেই মানবিক মুখ দেখা গেল বাহরিনের রাজার
  • ২৫০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়া হল
  • সেই দেশের শাসককে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

amartya lahiri | Published : Aug 25, 2019 12:05 PM IST

ভারতের বিদেশ দফতরের তথ্য় অনুযায়ী বিদেশে বিভিন্ন কারাগারে মোট ৮,১৮৯ জন বন্দি রয়েছেন। এর মধ্য়ে সবচেয়ে বেশি সংখ্য়ক বন্দি আছেন সৌদি আরবে। সেই দেশের বিভিন্ন কতারাগার মিলিয়ে ভারতীয় বন্দির সংখ্যা ১৮১১ জন। তার পরেই সর্বাধিক ভারতীয় বন্দি আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে, ১৩৯২ জন। তবে বাহরিনের কারাগারে মোট কতজন ভারতীয় বন্দি আছেন, তার কোনও সঠিক হিসেব নেই।

 

নরেন্দ্র মোদী যেতেই মানবিক মুখ দেখা গেল বাহরিনের রাজার। রবিবার (২৫ অগাস্ট) ২৫০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল এই দেশ। আর এই 'রাজকীয় ক্ষমা'-র জন্য সেই দেশের শাসককে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের বিদেশ দফতরের তথ্য় অনুযায়ী বিদেশে বিভিন্ন কারাগারে মোট ৮,১৮৯ জন বন্দি রয়েছেন। এর মধ্য়ে সবচেয়ে বেশি সংখ্য়ক বন্দি আছেন সৌদি আরবে। সেই দেশের বিভিন্ন কতারাগার মিলিয়ে ভারতীয় বন্দির সংখ্যা ১৮১১ জন। তার পরেই সর্বাধিক ভারতীয় বন্দি আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে, ১৩৯২ জন। তবে বাহরিনের কারাগারে মোট কতজন ভারতীয় বন্দি আছেন, তার কোনও সঠিক হিসেব নেই।

এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে সরকারি টুইটার হ্যান্ডেলে বন্দি মুক্তির ঘটনার কথা জানানো হয়। টুইট করে বলা হয়, 'দয়া ও মানবিকতার বশবর্তী হয়ে বাহরিন সরকার, বাহরিনে বন্দি ২৫০জন ভারতীয়কে ক্ষমা করেছে'। আরও বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরিনের রাজা এবং পুরো রাজ পরিবারকে তাদের দয়ালু ও মমতাময়ী সিদ্ধান্তের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

 

Share this article
click me!