কাজের অভাবে বাড়ছে সন্ত্রাসবাদীদের সংখ্যা, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেতার

সংক্ষিপ্ত

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করে বলেন, ''বাংলাদেশে (Bangladesh) অন্তত ২৪০টি পোশাক কারখামার মালিক এখানে ব্যবসা বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস ব্যাবসা পুরোপুরি ভাবে ভেঙে পড়বে।'' বিস্তার্ত জানু

Bangladesh News: বদলের বাংলাদেশে শুধুই বদলের ছবি (Bangladesh Crime News)। একদিকে বেকারত্ব, ভাতের জন্য হাহাকার। অন্যদিকে বেড়েছে চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতন ঘটনা। ইউনূস সরকারের (Yunus Banngladesh) আমলে বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থাও একেবারে তলানিতে (Bangladesh Industrial Hub)। যা নিয়ে এবার ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সে দেশের জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করে বলেন, ''বাংলাদেশে (Bangladesh) অন্তত ২৪০টি পোশাক কারখামার মালিক এখানে ব্যবসা বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস ব্যাবসা পুরোপুরি ভাবে ভেঙে পড়বে।''

Latest Videos

পদ্মাপাড়ের জনপ্রিয় এই অভিনেতার এমন মন্তব্যের পরই পাল্টা মুখ খুলেছেন সে দেশের প্রশাসন। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের (Yunus) প্রেস সচিব শফিকুল আলম তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জলিলের এই দাবিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, বাংলাদেশে কোনও ২৪০টি গার্মেন্টস গ্রুপ বন্ধ হয়নি।

অন্যদিকে, অভিনেতা অনন্ত জলিলের দাবি, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সঙ্গে ব্যাঙ্ক, বীমা, মোবাইল সমস্ত রকমের ব্যাবসা জড়িত। বাড়ি ভাড়াও জড়িত এই পোশাক শিল্পের সঙ্গে। অনন্ত জলিল নিজে বাংলাদেশের কয়েকটি গার্মেন্টস কোম্পানির মালিক। তিনি আরও বলেছেন, ''বাংলাদেশে ৮৪ শতাংশ রেমিটেন্স আসে এই শিল্প থেকে।''

একই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশে যারা এই ৮৪ শতাংশ রেমিটেন্স আনেন তাঁদের জন জন্য ইউনূস কী করেছেন? তাঁর দাবি, এখানে যদি গার্মেন্টসস ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর লোক বেকার হয়ে যাবে। বাড়বে চোর-ডাকাতের সংখ্যা। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাওয়াতে বেড়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের হার। মানুষ জীবন চালাতে পারবে না। লুট শুরু করবে। তাঁর দাবি এদেশে চলার মতোন আর কোনও শক্তি নেই। ফলে বাড়বে বেকারত্বের সংখ্যা। যা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও দাবি জলিলের। এখন দেখার কোন পথে এগোয় বাংলাদেশের অর্থনীতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর