Bangladesh Rice Crisis: সঙ্ঘাতের আবহে বাংলাদেশে চাল সঙ্কট। খাদ্যাভাবে ভুগছে পদ্মাপারের বাসিন্দারা। এই অবস্থায় লোকলজ্জা ভুলে চাল ভিক্ষা চাইতে ফের ভারতের কাছে হাত পাততে চলেছে বাংলাদেশ সরকার। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শত ঘৃণ্যভাষণের পরও ভারতের কাছে হাত পাততে ভুলছে না বাংলাদেশ। এবার সেদেশে তীব্র খাদ্য সঙ্কট শুরু হওয়ায় ভারতের কাছ থেকে চাল কেনার আর্জি জানাল মোল্লা ইউনূস সরকার। যারফলে ভারত থেকে এবার প্রায় ৫০ লক্ষ টন চাল কিনতে চলেছে বাংলাদেশ।
25
ঘরে চাল নেই বাংলাদেশের
সূত্রের খবর, ভাড়ে মা ভবানী দশা বাংলাদেশের। দেশের মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেও ব্যর্থ ইউনূস প্রশাসন। এই অবস্থায় নয়াদিল্লির সঙ্গে সুষ্ঠু সম্পূর্ক বজায় রাখতে এবার ভারতের কাছ থেকে ফের চাল কেনার ইচ্ছা প্রকাশ করল বাংলাদেশ। এমনকি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও উন্নত করার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
35
কী বলছে বাংলাদেশ সরকার?
সূত্রের খবর, ভারত থেকে চাল কেনার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন যে, ‘’‘আমাদের বাণিজ্য নীতি রাজনৈতিক চিন্তা দ্বারা চালিত হয় না। যদি ভারত থেকে চাল কিনলে, তা ভিয়েতনাম বা অন্য কোথাও থেকে কেনার থেকে সস্তা হয়, তবে অর্থনৈতিকভাবে সেটিই যুক্তিযুক্ত হবে। তখন আমরা এই প্রধান খাদ্যশস্য ভারত থেকেই কিনব।’ আহমেদ আশা প্রকাশ করেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক আর খারাপ হবে না।''
জানা গিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত থেকে প্রায় ৫০,০০০ টন চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সেদেশের সরকার। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা বলেন যে, ‘’এই চাল আমদানি বাংলাদেশের জন্য লাভজনক হবে কারণ ভারতের পরিবর্তে ভিয়েতনাম থেকে চাল আনার চেয়ে প্রতি কিলোগ্রামে ১০ বাংলাদেশি টাকা (০.০৮২ মার্কিন ডলার) বেশি খরচ হবে।''
55
বাংলাদেশে ক্রমশ বাড়ছে ভারত বিরোধিতা
এদিকে গত বছর ৮ অগাস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ তলানীতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশজুড়ে থেকে থেকে উঠছে ভারত বিরোধী স্লোগান। ফলে অনেকেরই মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক ১৯৭১ সালের পর পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ফের হাসিনা সরকার বিদায়ের পর নতুন করে খারাপ হয়ে উঠেছে। ফলে ক্রমশ বাড়ছে ভারতের সঙ্গে তিক্ততা।