- Home
- World News
- Bangladesh News
- 'বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালাতে হবে', বাংলাদেশি হিন্দুদের ফরমান ইসলামি জঙ্গি নেতার
'বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালাতে হবে', বাংলাদেশি হিন্দুদের ফরমান ইসলামি জঙ্গি নেতার
Bangladesh Viral Video News: অশান্ত বাংলাদেশে এবার সেদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের কড়া হুঁশিয়ারি দিলেন এক জামায়েতে ইসলামি প্রার্থী। তার হাস্যকর মন্তব্যে শোরগোল। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্য়ালারিতে…

বাংলাদেশে অসহায় সংখ্যালঘু হিন্দুরা
নিজেদের দেশে নিজেরাই নিরাপদ নয়। আতঙ্ক ক্রমশ বাড়ছে বাংলাদেশি হিন্দুদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যা ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রাণে বাঁচতে চাইলে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে হিন্দুদে। এমনই ফরমান দিয়েছেন ইসলামি বক্তা তথা জামায়াতে ইসলামি প্রার্থী আমির হাফজ। বাংলাদেশের কুষ্টিয়ায় এক ধর্মীয় সম্মেলনে কোনওরকম রাখঢাক না রেখে তিনি বলেন-''প্রাণে বাঁচতে চাইলে হিন্দুদের বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটা এখন আমাদের কট্টর ইসলামি দেশ।''
হিন্দুদের হুঁশিয়ারি
তিনি হিন্দুদের আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ‘’হিন্দুদের সামনে এখন দুটি রাস্তা খোলা আছে। হয় প্রাণে বাঁচতে চাইলে ইসলাম ধর্ম গ্রহন করতে হবে। নয়ত হিন্দুদের বাংলাদেশ ছেড়ে পালাতে হবে।'' শুধু তাই নয়, হিন্দুদের বিরুদ্ধে এমন মন্তব্য করার পরও তার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেনি ইউনূস সরকার।
হাদির মৃত্যুতে ইসলামের রোষানলে হিন্দুরা
এদিকে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নখদাঁত বের করে হিন্দুদের নিধনে বেরিয়ে পড়েছে বাংলাদেশি মুসুলমানরা। ময়মনসিংহের তালুকায় হিন্দু যুবক দীপু দাসকে গাছের সঙ্গে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরেছে বাংলাদেশি মুসুলমানরা। তারপরও নিভছে ক্ষোভের আগুন। এবার সরাসরি হিন্দুদের বাংলাদেশ ছাড়ার নিদান দিলেন ইসলামি নেতা।
হিন্দু পরিবারদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা
জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে মোট তিনটি হিন্দু পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। আর এবার জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সরাসরি হিন্দু হত্যার ডাক দিলেন সেদেশের ইসলামি নেতা আমির হাফজ। সঙ্গে ছিলেম মামনুল হক সহ ইসলামি ধর্মগুরুরা। যাদের সিংহভাগই জামায়াতে ইসলামির সঙ্গে জড়িত।
হিন্দুদের হুমকি
গত তিনদিনে বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম সহ ঝিনাইদহে হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামি মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে। এমনকি ভয়ে অনেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করতেও চাইছে না বলে জানা গিয়েছে।

