
ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গোটা বিমানবন্দর সেনায় সেনায় ছেয়ে গিয়েছে। প্রচুর সেনাবাহিনী টহল দিচ্ছে সেখানে। যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়ে না যায় তাই চলছে এই পাহাড়া।
ঘটনাটি বাংলাদেশ ঢাকার। সেখানের বিমান বন্দরে চলছে সেনা টহল। যা ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। বর্তমানে ফের বাংলাদেশ জুড়ে সংকট জনক পরিস্থিতি। শেখ হাসিনার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ইউনুস দায়িত্ব নেন। তিনি ক্ষমতায় আসার পর তাঁর প্রধান কাজ ছিল জাতীয় নির্বাচনের আয়োজন করা। কিন্তু, তিনি তা না করে ঘুরপথে কি করে ক্ষমতা দখল করা যায় সেদিকে প্রচেষ্টা চালান। এখানই বাঁধে সমস্যা। বর্তমানে ফের উত্তপ্ত বাংলাদেশ। ইউনিসের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। এই বিদ্রোহ যখন শুরু হয়েছে তৎন তিনি পদত্যাগ করতে পারেন বলে খবর এসেছে সামনে। আর তার মধ্যে এবার ঢাকা বিমানবন্দর মুহূর্তে ভরে গিয়েছে সেনাবাহিনীতে।
জানা গিয়েছে, বাংলাদেশের বাসীন্দাদের একাংশ মনে করছে ইউনুসের পদত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি যে কোনও সময় এই বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে পারেন। তাই সেরকম কিছু যাতে না হয়, তার জন্য আগে থেকেই সেনাবাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সেনায় ভরে গিয়েছে বিমানবন্দর। শুরু হয়েছে সেনা টহল।
বিশেষজ্ঞদের মতে, ইউনূসের কাছে বিকল্প কোনও উপায় নেই। তিনি ক্ষমতা থেকে সরে আসার পর তার বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হবে তাতে তার বাংলাদেশে থাকা কঠিন হবে। তাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পদত্যাগ করার পর তিনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আর দেশ থেকে পালিয়ে যেতে গেলে বিমানবন্দর দিয়েই যেতে হবে তাঁকে। যাতে এমন কোনও ঘটনা না ঘটে সে কারণে আগে থেকে সতর্ক হয়েছেন সকলে। এয়ারপোর্টে মোতায়েন হয়েছে প্রচুর সেনা। সারাক্ষণ চলছে টহলদারি।