ভাইপোর অণ্ডকোষ কামড়ে ধরল কাকিমা! মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক, নৃশংসতায় তাজ্জব দেশ

Published : Aug 24, 2024, 02:46 PM IST
Crime

সংক্ষিপ্ত

ভাইপোর অণ্ডকোষ কামড়ে ধরল কাকিমা! মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক, নৃশংসতায় তাজ্জব দেশ

বিবাদের জেরে অণ্ডকোষে কামড়! সোজা গিয়ে কামড় বসালেন আক্রান্তের কাকিমা। শেষমেশ প্রাণ হারালেন যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দিরে।

নিহতের নাম সুমন মিয়া বলে জানা গিয়েছে। মৃতের বয়স ৩৬ বছর। এই ঘটনায় কাকিমা-সহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জের একটি সরকারি চাকুরে ছিলেন সুমন মিয়া। বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পরে তিনি দেখেন তাঁর কাকিমা পারুল আখতার ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর জমিতে গাছ লাগাচ্ছে। প্রথমেই গাছ লাগাতে দেখে তাদের বারণ করেন সুমন। এতে তার কাকিমা তাকে বাজে ভাবে গালিগালাজ করতে থাকেন।

এরপর নিজের কাকার কাছে যান সুমন বাবু। সেখানে তাঁর খুড়তুতোভাইবোন তাকে মারধর করতে শুরু করেন। ধস্তাধস্তির মধ্যেই মৃতের কাকিমা তাঁর অণ্ডকোষে কামড় বসায়। এরপরেই অজ্ঞান হয়ে পড়ে সুমন।

এরপর তাঁকে নিয়ে গৌরীপুর হাসপাতালে ভর্তি করার পরে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর হাসপাতালে গিয়ে পৌঁছন তাঁর কাকা ও কাকিমা। এরপরেই তাদের ধরে বিক্ষোভ শুরু করেন জনতা। পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। দেহটিকেও ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, মৃত সুমন মিয়ার ২ সন্তা রয়েছে। স্বামীর মৃত্যুর খবর বেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন তাঁর স্ত্রী। ঘটনার তদন্ত করছে দাউদকান্দি থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে