
Bangladesh Elections 2026: বাংলাদেশে সাম্প্রতিক হিংসার পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আদৌ হবে কি না সে বিষয়ে যখন সংশয় তৈরি হয়েছে, তখন ফের শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর দল আওয়ামি লিগকে (Bangladesh Awami League) টেনে আনলেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। ভারতে নিযুক্ত মার্কিন (USA) রাষ্ট্রদূত সার্জিও গোরের (Sergio Gor) সঙ্গে কথা বলার সময় নির্বাচন নিয়ে আওয়ামি লিগের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউনূস। তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার জন্য আওয়ামি লিগ বিপুল অর্থ ব্যয় করছে। আওয়ামি লিগের পলাতক নেতা হিংসায় উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একইসঙ্গে অবশ্য তিনি দাবি করেছেন, ঠিক সময়েই বাংলাদেশে নির্বাচন হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত গোরের সঙ্গে ফোনে কথা বলেন ইউনূস। তিনি বলেন, 'দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যা স্বৈরাচারী শাসনকালে কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।' হাসিনাকে স্বৈরাচারী বলে উল্লেখ করেছেন ইউনূস। কথোপকথনের সময় বাংলাদেশে সাম্প্রতিক হিংসা, শরিফ ওসমান হাদির (Sharif Osman bin Hadi) হত্যার বিষয় উঠে আসে।
বাংলাদেশে আসন্ন নির্বাচনে যোগ দিতে পারছে না আওয়ামি লিগ। কারণ, হাসিনার দলের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে আওয়ামি লিগের নেতা-কর্মীরা যে এখনও সক্রিয়, সেই দাবি করেছেন ইউনূস। যদিও তিনি বলেছেন, 'অন্তর্বর্তী সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।' তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেওয়া হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।