Sheikh Hasina On Death Verdict: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কী বলেছেন তিনি? বিশদে জানুন…
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। সোমবার তার বিরুদ্ধে ওঠা এই রায় নিয়ে প্রথমবার লিখিত বিবৃতি দিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন যে, ক্ষমতা ধরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। তাঁকে আত্মপক্ষ সমর্থণের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। দেশজুড়ে অশান্তি-অরাজকতা এবং অন্তর্বর্তী ইউনূস সরকারের চরম লোভের নিদর্শন হলো আজকের এই রায়। তিনি এই রায় মানেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পদত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
25
রায়ের বিরোধিতা শেখ হাসিনার
সোমবার বাংলাদেশে তার বিরুদ্ধে রায় ঘোষণা হতেই প্রথমবার লিখিত বিবৃতি দিয়ে রায়ের বিরোধিতা জানিয়ে মুখ খোলেন শেখ হাসিনা। তিনি বলেন-''এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে।'' এখানেই শেষ নয়। নিজের বিরুদ্ধে ওঠা মৃত্যুদণ্ডের সাজাও প্রত্যাখান করেছেন শেখ হাসিনা।
35
সব অভিযোগ অস্বীকার হাসিনার
শুধু তাই নয়। লিখিত বিবৃতি নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। তিনি বলেন যে, ‘’আমার বিরুদ্ধে আনা ট্রাইবুনালের সব অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করছি। গত বছরের জুলাই-আগস্টে যত জনের মৃত্যু হয়েছে, সে জন্য আমি শোকাহত। কিন্তু আমি কিংবা কোনও রাজনৈতিক নেতা কখনওই কোনও আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিইনি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। এমনকি, নিজের পছন্দমতো আইনজীবীও বাছার সুযোগ দেওয়া হয়নি আমাকে। এই ট্রাইবুনাল পক্ষপাতদুষ্ট।''
এদিন বাংলাদেশ আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা হতেই শেখ হাসিনা জানান যে, তাকে অন্তর্বর্তী ইউনূস সরকার কখনোই আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেয়নি। এমনকি তার পক্ষে যেসমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছে হয় তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে নয়তো তাদের অপসারণ করে দিয়েছে ইউনূস সরকার। ক্ষমতা ধরে রাখতে এইরকম একটা রায় ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পৃথিবীর কোনও আদালত প্রকৃত নিরপেক্ষ ভাবে এই রায় সমর্থন করবে না।
55
আগে থেকেই নির্ধারিত ছিল হাসিনার রায়
সোমবার তার লিখিত বিবৃতি শেখ হাসিনা আরও অভিযোগ করে বলেছেন যে-''এই রায় পূর্ব নির্ধারিতই ছিল। রায়দান ছিলো শুধু সময়ের অপেক্ষা।'' নিজেদের আখের গোছাতে আর ক্ষমতা ধরে রাখতে এই সাজা ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই রায় বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা।