বিশ্বজুড়ে এখনও চর্চায় বাংলাদেশ (Bangladesh News)। দিন যত যাচ্ছে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। পদ্মাপাড়ের এই অরাজকতার আবহে এবার চিনের সঙ্গে সখ্যতা বাড়াতে চলেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের
ঢাকা: বিশ্বজুড়ে এখনও চর্চায় বাংলাদেশ (Bangladesh News)। দিন যত যাচ্ছে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। পদ্মাপাড়ের এই অরাজকতার আবহে এবার চিনের সঙ্গে সখ্যতা বাড়াতে চলেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (MD Yunus)।
জানা গিয়েছে, চলতি মাসের ২৬ মার্চ চিন সফরে যাচ্ছেন মহম্মদ ইউনূস (MD Yunus)। ২৮ মার্চ চিনা (China) প্রেসিডেন্ট সি জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার এই খবর জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ''বর্তমান বাংলাদেশ সরকার চিনের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আর সেই পথ মৃসণ করতে আগামী ২৬ মার্চ চিন সফরে যাচ্ছেন মহম্মদ ইউনূস।'' তবে ইউনূসের চিন সফরে আর কী কী কর্মসূচি রয়েছে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তাঁর প্রেস সচিব।
তিনি আরও জানান, ইউনূসের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এই সফরে ইউনূস চিনের প্রেসিডেন্ট সি জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, তিনি চিনের বেশ কয়েকটি বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান সিইও-দের সঙ্গেও দেখা করবেন। ইউনূসের এই সফর বাংলাদেশ-চিন আরও কাছাকাছি আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এই সফরের মাধ্যমে চিনের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে পারে।
বাংলাদেশের স্বাস্থ্যখাতের মানোন্নয়ন নিয়েও এই সফরে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, চিন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করে দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রধান উপদেষ্টা চান যে, চিনের স্বাস্থ্যসেবা নিয়ে কর্মরত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করুক। চার দিনের এই সফরে মহম্মদ ইউনূস চিনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এছাড়াও, তিনি পিকিং ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলেও জানা গিয়েছে।
ভারতকে টেক্কা দিতে বাংলাদেশ উৎপাদন ক্ষেত্রে (ম্যানুফ্যাকচারিং) আরও বিপ্লব ঘটাতে চায়। 'গত ৫ই আগস্টের পর থেকে চিনের প্রতিষ্ঠানগুলো খুব ভালো ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করুক।' এমনটাই দাবি করেছেন ইউনূসের প্রেস সচিবব।
অন্যদিকে, শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর ইউনূস সরকারের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। ১৯৪৭ থেকে ৭১ এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে মিত্র ভারত এখন শত্রু দেশ! এবার চিনের সঙ্গেও সরাসরি আরও বেশি করে বাণিজ্যিক কাজকর্ম শুরু করতে চাইছে বাংলাদেশ। এখন দেখার ইউনূসের এই চিন সফর বাংলাদেশিদের জন্য কতটা হিতকারক হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।