ভারত না থাকলে হিন্দুদের কোনও অস্তিত্ব থাকবে না! বিজেপিকেই সমর্থন বাংলাদেশি হিন্দু সংগঠনের

Published : May 08, 2024, 03:58 PM ISTUpdated : May 08, 2024, 04:21 PM IST
bjp flag

সংক্ষিপ্ত

চলতি নির্বাচন প্রক্রিয়ার মাঝে ভারতের হিন্দুদের উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছে সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ নামে একটি সংগঠন । চিঠিটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

পরোক্ষে বিজেপিকেই সমর্থন করছে বাংলাদেশ? বাংলাদেশের একটি হিন্দু সংগঠন খোলা চিঠিতে দাবি করেছে ভারতে যেন হিন্দুত্ববাদী সরকার গঠিত হয়! চলতি নির্বাচন প্রক্রিয়ার মাঝে ভারতের হিন্দুদের উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছে সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ নামে একটি সংগঠন । চিঠিটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশের মহাসচিব সুমন শর্মার স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে,"আমরা এই গ্রহে অল্পসংখ্যক হিন্দু। হিন্দুরা যুগে যুগে শান্তিপূর্ণ মানুষ হিসেবে পরিচিত। কিন্তু বিদেশী আগ্রাসনের ফলে হিন্দুরা এখন অধিকাংশ হিন্দু ভূমিতে সংখ্যালঘু। আমি মনে করি, সচেতন হিন্দু হিসাবে, আপনি যে দেশে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের নিপীড়ন সম্পর্কে অবগত আছেন। আজ হিন্দুরা নির্যাতিত,আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মতো প্রাচীন হিন্দু ভূমিতে নির্যাতন ও নিগৃহীত। এগুলো ছাড়াও সেসব দেশে হিন্দুরা প্রায় বিলুপ্ত।'

চিঠিটি শেয়ারের পাশাপাশি তথাগত রায় লিখেছেন,'বাংলাদেশী হিন্দুদের একটি সমিতির কাছ থেকে একটি আবেদন। অবহেলা করলে পরিণামের জন্য তৈরী থাকুন।' একই বার্তা দিয়ে ভয়েস অফ বাংলাদেশি হিন্দু নামে একটি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,'একজন বাংলাদেশী হিন্দু হিসেবে বলতে চাই ভারত তথা প্রতিবেশী পশ্চিমবঙ্গে একটি জাতীয়তাবাদী সরকার থাকা দরকার। অন্যথায়, বাংলাদেশী মৌলবাদিরা যে মিশন শুরু করেছে তা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গকে গিলে খাবে। নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গবাসীকে একটু……হতে হবে।'।

 

 

ভারতের হিন্দুদের প্রতি এই সংগঠনের বার্তা, 'তাই ভারতীয় সাধারণ নির্বাচনে আমাদের এমন দলকে ক্ষমতায় আনতে হবে যারা হিন্দুদের জন্য চিন্তা করবে, হিন্দুদের জন্য কাজ করবে এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখবে। তাই একজন নির্যাতিত বাংলাদেশী হিন্দু হিসেবে, সকল ভারতীয় নাগরিকদের কাছে আমার অনুরোধ আপনারা এমন দলকে ভোট দিন যে দল হিন্দুদের জন্য একটি নিরাপদ বিশ্ব তৈরিতে ভূমিকা পালন করবে।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে