বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গেও একই ঘটনা দেখা যাচ্ছে। সামান্য ঘটনা থেকেই শুরু হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক হামলা।
স্কুলে পড়ানোর সময় শেখ শাহজাহানের কথা উল্লেখ করেছিলেন শিক্ষিকা। তিনি শাহজাহানকে অপরাধী বলে উল্লেখ করেন। এই ঘটনা থেকেই শুরু হয়ে গিয়েছে সাম্প্রদায়িক হামলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তবে এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, এই ঘটনা মুর্শিদাবাদের কান্দির কাছে মন্দিরবাজার অঞ্চলে চৈতন্যপুর হাইস্কুলের। এই স্কুলেরই এক শিক্ষিকা পড়ানোর ফাঁকে শাহজাহানের কথা উল্লেখ করেন। এই ঘটনা থেকেই শুরু হয়ে গিয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক হাতে ইট নিয়ে পরস্পরকে আক্রমণ করছে। একদল লোক ছুটে আসছে এবং অপর পক্ষ পালাচ্ছে। ছাত্রী আতঙ্কিত হয়ে স্কুলের কাছে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। স্কুলের বাইরে বহু লোক জড়ো হয়েছে। সেখানে চরম উত্তেজনা।
মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা
কয়েকদিন আগেই রাম নবমীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুর। শোভাযাত্রায় পাথর ছোড়া ও বোমা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন। আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়। এর আগে চড়ক উৎসবেও হামলার অভিযোগ উঠেছিল। লোকসভা নির্বাচনের সময় এই ঘটনা ঘিরে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। পরস্পরকে আক্রমণ করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ষড়যন্ত্র দেখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার এই ঘটনা নিয়ে শাসক দল ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন।
পশ্চিমবঙ্গে মৌলবাদ বাড়ছে?
গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা গিয়েছে। রাজনীতিবিদরা এই ঘটনার ফায়দা তোলার চেষ্টা করছেন। কিন্তু এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে মানুষের স্বার্থে মৌলবাদ ও সাম্প্রদায়িক হিংসা রোখা জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
‘সন্দেশখালি মামলায় সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’! আচমকা ১৮০ ডিগ্রি কেন ঘুরে গেলেন শেখ শাহজাহান
শাহজাহান শেখকে দেখে চোর স্লোগান! 'গুলি করে মেরে ফেলার' দাবি তুলল ক্ষুব্ধ জনতা