
Muhammad Yunus Resignation Drama: একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় হাস্যকৌতূকের অনুষ্ঠানের সংলাপ ছিল, 'আপনি থাকছেন স্যার'। বাংলাদেশের (Bangladesh) সাধারণ মানুষের বড় অংশ সে কথা বলছেন না। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ছেন না মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। পদত্যাগের ইচ্ছাপ্রকাশের নাটক করলেও, পদ আঁকড়েই থাকছেন তিনি। ঘনিষ্ঠ এক ব্যক্তিকে দিয়ে সে কথা বলিয়েও নিলেন ইউনূস। তিনি যে আপাতত বাংলাদেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির হাতে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব দেবেন না, সেই ইঙ্গিতও দিয়েছেন ইউনূস। ফলে বাংলাদেশে অস্থিরতা বাড়ছে। সেনাবাহিনীর সঙ্গে ইউনূসের সংঘাত তৈরি হয়েছে। তিনি মৌলবাদীদের পথে নামিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছেন। তবে সেনাবহিনী ও সাধারণ মানুষ পুরোপুরি বিপক্ষে চলে গেলে ইউনূসের পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন।
বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর জানিয়েছেন, 'উনি বলেননি যে দায়িত্ব ছেড়ে চলে যাবেন। উনি বলেছেন যে আমাদের উপর অর্পিত কাজ ও দায়িত্ব পালনে আমরা অনেক বাধার সম্মুখীন হলেও, আমরা সেগুলো অতিক্রম করছি। উনি অবশ্যই থাকছেন। “আমাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দায়িত্ব ত্যাগ করতে পারি না।'
হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশে সংস্কারের কথা বলা হয়েছিল। সমাজের বিভিন্ন স্তর থেকে নানা দাবি উঠেছিল। কিন্তু ইউনূস ক্ষমতা পাওয়ার পর মৌলবাদীদের উস্কে দেওয়া ছাড়া আর কিছু করেননি। এখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। সংখ্যালঘুদের দাবি পূরণও হয়নি। এমনকী, বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর উদ্যোগও নেওয়া হয়নি। এরই মধ্যে ছাত্র-নেতৃত্বাধীন জাতীয় নাগরিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার মাত্র দুই দিন পরেই অবস্থান বদল করলেন ইউনূস।
জাতীয় নাগরিক দলের সঙ্গে ইউনূসের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল আসন্ন নির্বাচন, ইউনূসের সংস্কার পরিকল্পনা এবং বিলম্বিত জুলাই ঘোষণা। জাতীয় নাগরিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ‘আমি ইউনূসকে দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের স্বার্থে এবং গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের জন্য দৃঢ় থাকার আহ্বান জানিয়েছি। আশা করি সবাই তাঁর সঙ্গে সহযোগিতা করবে।’ কিন্তু বাংলাদেশে কবে নির্বাচন হবে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি ইউনূস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।