ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। বিশ্বের একাধিক দেশ তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বর্তমানে ভারতে সেফহাউসে রয়েছেন তিনি। এই অবস্থায় ভারত সরকারকে রীতিমত হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী দল বিএনপির প্রভাবশালী নেতা গয়েশ্বর রায়।
গয়েশ্বর রায় ১৯৯১ সালে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেন। গয়েশ্বর রায় বলেছেন, 'বিএনপি বিশ্বাস করে ভারত আর বাংলাদেশের মধ্যে সহযোগিতা থাকা জরুরি। যাইহোক আমাদের প্রতিপক্ষকে ভারত সমর্থন করে সেই সহযোগিতার রাস্তাকেই জটিল করে তুলেছে। ' এখানেই শেষ নয়, গয়েশ্বর রায় আরও বলেন, 'আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে দুই দেশের বোঝাপড়া কঠিন হয়ে যায়।' তিনি পুরনো কথাও টেনে আনেন। বলেন, তাদের হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী গত নির্বাচনের আগেই বলেছিলেন, হাসিনা সরকারকে ক্ষমতায় ফেরাতে ভারত পুরোপুরি সাহায্য করবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর প্রশ্ন , 'ভারতে একটি দলকে কী করে সমর্থন করতে পারে। ভারতের একটি দেশ অর্থাৎ বাংলাদেশের পাশে থাকা উচিৎ ছিল।'
গয়েশ্বর রায় যখন এই কথা বলেছেন, তখন গতকাল, বৃহস্পতিবারই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই করবেন। তবে তিনি অন্য কোনও দেশে যেতে চান সেই বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে কোনও আপডেট নেই। অর্থাৎ হাসিনার ভারত ত্যাগ প্রায় অনিশ্চিত।
গয়েশ্বর রায় বলেছেন, তাঁর দল মোটেও ভারত বিরোধী নয়। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভোলার নয় বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, 'আমাদের ছোট দেশ, আমাদের চিকিৎসা পরিষেবা ও জনগণের প্রয়োজনে ভারত বাংলাদেশীদের কাছ থেকে যে রাজস্ব পায় তা কিন্তু খুব কম নয়।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।