'গুম' করে ধরা পড়লেই মৃত্যুদণ্ড, হাসিনা বিরোধিতায় আরও একধাপ এগিয়ে নতুন আইন আনছে ইউনূস সরকার

Published : Nov 07, 2025, 05:03 PM IST

Bangladesh On Perpetrators: বাংলাদেশে 'গুম' সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটলে সর্বোচ্চ সাজা হিসেবে দেওয়া হবে মৃত্যুদণ্ড। এই বিষয়ে নতুন আইন অনুমোদন করতে চলেছে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। জানুন বিশদে…

PREV
15
'গুম' নিয়ে কড়া অবস্থান বাংলাদেশ সরকারের

বাংলাদেশে এবার থেকে গুমের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন দিলো অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। সূত্রের খবর, গুমের মতো মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার গুম ঘটানোর অভিযোগে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান সহ নতুন আইন অনুমোদন করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে, এই আইন কার্যকর হলে জবাবদিহি নিশ্চিত করা হবে এবং এমন অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

25
কী বলছে ইউনূস সরকার

এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন যে, ‘’এটি একটি মাইলফলক আইন। এর ফলে দেশে আর কোনও গুমের ঘটনা ঘটতে পারবে না। উপদেষ্টা পরিষদ—যা কার্যত মন্ত্রিসভার ভূমিকা পালন করে। এই খসড়া আইনটির অনুমোদন দিয়েছে।'' 

35
গুম বিরোধী আইন আনছে বাংলাদেশ সরকার

নতুন আইনে গোপন আটককেন্দ্র তৈরিকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। তিনি বলেন, “আইনটি ‘আয়নাঘর’ নামে পরিচিত। কথিত গোপন আটককেন্দ্রসহ এ ধরনের সব স্থাপনা তৈরি বা পরিচালনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করছে।” পাশাপাশি অভিযোগপত্র দাখিলের পর ১২০ দিনের মধ্যে আদালতকে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতাও এতে নির্ধারণ করা হয়েছে বলে জানানো  হয়েছে।। 

45
হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সরব ইউনূস

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গত ১৬ অক্টোবর দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, গত বছরের গণবিক্ষোভের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন “মূল পরিকল্পনাকারী এবং প্রধান নির্দেশদাতা”।

55
হাসিনার বিরুদ্ধে মামলা

৭৮ বছর বয়সী শেখ হাসিনা গত বছরের অগাস্টে কোটা বিরোধী গণ আন্দোলনের সময় চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্থফা দেন।এমনকি পদ্মাপাড়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় জড়িয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার দফতরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ জুলাই থেকে ১৫ অগাস্টের মধ্যে প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে অভিযোগ রয়েছে। যা সবটাই  হাসিনা অন্তরালে থেকে করিয়েছেন বলে অভিযোগ। 

Read more Photos on
click me!

Recommended Stories